অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা বলিউডে পা রাখছেন কবে এই নিয়ে জল্পনা বহুদিনের। সবাই ধরেই নিয়েছিলেন বলিউডে পা রাখবেন এই তারকা-নাতনি। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। তিনি জানান, কোনো দিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।
বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও। সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, ‘নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে ক্যারিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনো দিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার দাদি ও চাচি দুজনেই ওয়ার্কিং উইমেন ছিলেন। তাঁরাও আমাদের ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার দাদা ও বাবা ব্যবসাসংক্রান্ত অনেক কিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।’
নভ্যা কোনো দিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, ‘একসময় ও ভেবেছিল, অভিনয়ও ক্যারিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দুজনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই এক দিনের জন্যও ভুলিনি যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। শুটিংয়ে একই রকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়। সেটা আমার মেয়ে পারবে কি না সে বিষয়েও বরাবর সন্দিহান ছিলাম।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে