বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’
ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।
এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’
ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।
এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে