শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলা তদন্তের দায়িত্ব থেকে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়া হয়েছে। আরিয়ানের মাদক মামলাসহ আরও কয়েকটি মামলার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম। যার নেতৃত্বে থাকছেন সঞ্জয় সিং। ভারতীয় গণমাধ্যম বলছে, ওয়াংখেড়েকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে।
২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি বিশেষ টিম। যেখান থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে। তাঁর নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। মাদক মামলায় গ্রেপ্তারির প্রায় এক মাসের মাথায় শর্ত সাপেক্ষে জামিন পান আরিয়ান খান। আরিয়ানের জামিনের আগে থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে।
এর আগে ২৫ কোটি টাকা ঘুষ নিয়ে আরিয়ান মামলার মিমাংসা করার অভিযোগও আনা হয়। আবার অর্থের বিনিময়ে সাক্ষী জোগাড়ের অভিযোগও ওঠে। এর মধ্যেই আবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম পুরনো একটি বার্থ সার্টিফিকেট শেয়ার করেন। যেখানে সমীর ওয়াংখেড়ের বাবার নাম দাউদ ওয়াংখেড়ে হিসেবে দাবি করা হয়। পরে আবার জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও আনা হয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংখেড়ে। আরিয়ান খানের গ্রেপ্তারির পর থেকেই তাঁকে নানা ভাবে টার্গেট করা হচ্ছে বলে উল্টো অভিযোগ করেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন।
এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন ওয়াংখেড়ে। পরে হাই কোর্টেরও দ্বারস্থ হন। মনে করা হচ্ছে, এই সমস্ত ঘটনার কারণেই ওয়াংখেড়েকে আরিয়ান মামলা থেকে সরিয়ে দিল্লিতে বদলি করা হয়েছে। মঙ্গলবার তদন্তের ভার নিতে দিল্লি থেকে মুম্বাই আসছে বিশেষ তদন্তকারী দল।
শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলা তদন্তের দায়িত্ব থেকে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়া হয়েছে। আরিয়ানের মাদক মামলাসহ আরও কয়েকটি মামলার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম। যার নেতৃত্বে থাকছেন সঞ্জয় সিং। ভারতীয় গণমাধ্যম বলছে, ওয়াংখেড়েকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে।
২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি বিশেষ টিম। যেখান থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে। তাঁর নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। মাদক মামলায় গ্রেপ্তারির প্রায় এক মাসের মাথায় শর্ত সাপেক্ষে জামিন পান আরিয়ান খান। আরিয়ানের জামিনের আগে থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে।
এর আগে ২৫ কোটি টাকা ঘুষ নিয়ে আরিয়ান মামলার মিমাংসা করার অভিযোগও আনা হয়। আবার অর্থের বিনিময়ে সাক্ষী জোগাড়ের অভিযোগও ওঠে। এর মধ্যেই আবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম পুরনো একটি বার্থ সার্টিফিকেট শেয়ার করেন। যেখানে সমীর ওয়াংখেড়ের বাবার নাম দাউদ ওয়াংখেড়ে হিসেবে দাবি করা হয়। পরে আবার জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও আনা হয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংখেড়ে। আরিয়ান খানের গ্রেপ্তারির পর থেকেই তাঁকে নানা ভাবে টার্গেট করা হচ্ছে বলে উল্টো অভিযোগ করেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন।
এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন ওয়াংখেড়ে। পরে হাই কোর্টেরও দ্বারস্থ হন। মনে করা হচ্ছে, এই সমস্ত ঘটনার কারণেই ওয়াংখেড়েকে আরিয়ান মামলা থেকে সরিয়ে দিল্লিতে বদলি করা হয়েছে। মঙ্গলবার তদন্তের ভার নিতে দিল্লি থেকে মুম্বাই আসছে বিশেষ তদন্তকারী দল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে