২১ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচার হয় এই জনপ্রিয় টিভি শো। বলিউডের কোনো সুপারস্টার বাকি নেই যিনি এই খেলায় অংশগ্রহণ করেননি।
তবে অমিতাভের সবচেয়ে কাছের দুই মানুষই এই খেলায় অংশ নেওয়ার সুযোগ পাননি এতদিন। অবশেষে কেবিসির মঞ্চে হাজির হলেন তাঁরা। কেবিসির ১০০০তম এপিসোডে অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি। বলিউড শাহেনশাহ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এরা আমার সবচেয়ে কাছের মানুষ।
১৩তম সিজনেই ১০০০তম এপিসোডে পা রাখল কেবিসি। আর ১০০০তম এপিসোড মানে স্পেশাল তো হওয়ারই ছিল। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে হট সিটে হাজির করলেন অমিতাভ বচ্চন।
টুইটারে এই খবর জানিয়েছেন অমিতাভ নিজেই। সঙ্গে সেট থেকে টুইটারে মেয়ে ও নাতনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ‘বিগ বি’। সেই ছবিতে দেখা যাচ্ছে ‘সিনিয়র বচ্চন’-এর দুইপাশে হাসিমুখে উপস্থিত নব্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দা। ছবির সঙ্গে ক্যাপশনে শাহেনশাহ লিখেছেন, ‘কন্যারা সবথেকে প্রিয়, এটা ওদেরই দুনিয়া’।
কেবিসি-র ১০০০তম এপিসোডে কেন এলেন এই দুজন? অমিতাভ জানিয়েছেন, স্পেশাল এই পর্বের জন্য চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে অনুরোধ করেছিল, পরিবারের কাউকে অতিথি করে আনার জন্য। ফলে শ্বেতা ও নভ্যাকেই নিয়ে এসেছেন অমিতাভ। এই বিশেষ পর্বের সন্ধ্যাকে ‘গর্বের বিশেষ মুহূর্ত’ বলেছেন অমিতাভ।
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আর পাঁচজনের মতো এই দুজনও তাঁদের মনের দেওয়ালের মধ্যে জমে থাকা নানান কথা প্রকাশ করেছেন। পরিবারে ডাইনিং টেবিলের গল্প এবার এই শোতেও দর্শক দেখতে পাবেন। এক বাবা ও এক নানা হিসেবে এদিন আমি এক দারুণ মুহূর্তের সাক্ষী হয়েছি, তা হলফ করে বলতে পারি।’
আগামী সপ্তাহেই প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড।
২১ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। ভারতীয় টিভি চ্যানেল সনিতে প্রচার হয় এই জনপ্রিয় টিভি শো। বলিউডের কোনো সুপারস্টার বাকি নেই যিনি এই খেলায় অংশগ্রহণ করেননি।
তবে অমিতাভের সবচেয়ে কাছের দুই মানুষই এই খেলায় অংশ নেওয়ার সুযোগ পাননি এতদিন। অবশেষে কেবিসির মঞ্চে হাজির হলেন তাঁরা। কেবিসির ১০০০তম এপিসোডে অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি। বলিউড শাহেনশাহ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, এরা আমার সবচেয়ে কাছের মানুষ।
১৩তম সিজনেই ১০০০তম এপিসোডে পা রাখল কেবিসি। আর ১০০০তম এপিসোড মানে স্পেশাল তো হওয়ারই ছিল। ফলে বচ্চন পরিবারের দুই সদস্যকে হট সিটে হাজির করলেন অমিতাভ বচ্চন।
টুইটারে এই খবর জানিয়েছেন অমিতাভ নিজেই। সঙ্গে সেট থেকে টুইটারে মেয়ে ও নাতনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ‘বিগ বি’। সেই ছবিতে দেখা যাচ্ছে ‘সিনিয়র বচ্চন’-এর দুইপাশে হাসিমুখে উপস্থিত নব্যা নভেলি নন্দা ও শ্বেতা নন্দা। ছবির সঙ্গে ক্যাপশনে শাহেনশাহ লিখেছেন, ‘কন্যারা সবথেকে প্রিয়, এটা ওদেরই দুনিয়া’।
কেবিসি-র ১০০০তম এপিসোডে কেন এলেন এই দুজন? অমিতাভ জানিয়েছেন, স্পেশাল এই পর্বের জন্য চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে অনুরোধ করেছিল, পরিবারের কাউকে অতিথি করে আনার জন্য। ফলে শ্বেতা ও নভ্যাকেই নিয়ে এসেছেন অমিতাভ। এই বিশেষ পর্বের সন্ধ্যাকে ‘গর্বের বিশেষ মুহূর্ত’ বলেছেন অমিতাভ।
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আর পাঁচজনের মতো এই দুজনও তাঁদের মনের দেওয়ালের মধ্যে জমে থাকা নানান কথা প্রকাশ করেছেন। পরিবারে ডাইনিং টেবিলের গল্প এবার এই শোতেও দর্শক দেখতে পাবেন। এক বাবা ও এক নানা হিসেবে এদিন আমি এক দারুণ মুহূর্তের সাক্ষী হয়েছি, তা হলফ করে বলতে পারি।’
আগামী সপ্তাহেই প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোড।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে