আজ বলিউডের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘জানে তু ইয়া জানে না’ মুক্তির ১৫ বছর। ২০০৮ সালের ৪ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৫ বছর পূর্তিতে সিনেমাটি নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী জেনেলিয়া। প্রকাশ করেছেন সিনেমাটির দর্শকপ্রিয়তার রহস্য। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
দুই দশকের লম্বা ক্যারিয়ারে সিনেমাটির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই বলিউড অভিনেত্রী। তাই সিনেমাটি তাঁর জন্য ভীষণ আবেগের। প্রতিবেদনটিতে জেনেলিয়ার কথা অনুযায়ী, ‘এই ছবির ক্যাজুয়ালনেস, সহজ-সরল গল্প, ইমোশনাল টুইস্ট এবং গান—সবটা মিলিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। আর তাঁদের এটি ভীষণই পছন্দ হয়েছে।’
সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে জেনেলিয়া বলেন, ‘সবাই চান তাঁর সিনেমাটি বাস্তবসম্মত হোক। কিছু সিনেমায় এমন কিছু সংযোগ থাকে, যার সঙ্গে মানুষ নিজেকে মেলাতে পারেন, নিজেকে অনুধাবন করতে পারেন। আর ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটি অনেকের জীবনের গল্প বলে। বহু যুবক-যুবতী এমন ঘটনার মধ্যে দিয়ে গেছেন।’
সিনেমাটির জার্নি নিয়ে জেনেলিয়া জানান, অদিতি চরিত্রে নজর কাড়লেও সিনেমাটিতে কাজ পাওয়ার জন্য একাধিকবার স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল তাঁকে। পুরো এক মাস একসঙ্গে থাকতে গিয়ে সবার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, তারপর সেটা সিনেমায় তুলে ধরা হয়েছিল।
শিশু চরিত্রে অভিনয় করলেও সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিষেক হয় বলিউড অভিনেতা ইমরান খানের। এই সিনেমার মাধ্যমে সূত্রপাত হলেও আজও জেনেলিয়া আর ইমরানের বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, এখন তাঁদের সন্তানেরাও বন্ধু। জেনেলিয়ার কথায়, ‘আমাদের সন্তানেরা এখন একই স্কুলে পড়ে। তাই আমাদের মাঝেমধ্যেই স্কুলের ওখানেই দেখা হয়ে যায়।’
‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটির আয় ছিল প্রায় ৫৬ কোটি রুপি। শুধু আয় নয়, সেবারের অনেকগুলো পুরস্কারে ভাগ বসিয়েছিল সিনেমাটি। ৫৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ অভিষেকের পুরস্কার জিতেছিলেন ইমরান খান। এ ছাড়া সেরা সংগীত নির্দেশক হিসেবে এআর রহমান, সেরা কোরিওগ্রাফি ও বিশেষ জুরির পুরস্কার (অভিনেতা) লাভ করেছিল সিনেমাটি।
আজ বলিউডের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘জানে তু ইয়া জানে না’ মুক্তির ১৫ বছর। ২০০৮ সালের ৪ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৫ বছর পূর্তিতে সিনেমাটি নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী জেনেলিয়া। প্রকাশ করেছেন সিনেমাটির দর্শকপ্রিয়তার রহস্য। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
দুই দশকের লম্বা ক্যারিয়ারে সিনেমাটির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই বলিউড অভিনেত্রী। তাই সিনেমাটি তাঁর জন্য ভীষণ আবেগের। প্রতিবেদনটিতে জেনেলিয়ার কথা অনুযায়ী, ‘এই ছবির ক্যাজুয়ালনেস, সহজ-সরল গল্প, ইমোশনাল টুইস্ট এবং গান—সবটা মিলিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। আর তাঁদের এটি ভীষণই পছন্দ হয়েছে।’
সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে জেনেলিয়া বলেন, ‘সবাই চান তাঁর সিনেমাটি বাস্তবসম্মত হোক। কিছু সিনেমায় এমন কিছু সংযোগ থাকে, যার সঙ্গে মানুষ নিজেকে মেলাতে পারেন, নিজেকে অনুধাবন করতে পারেন। আর ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটি অনেকের জীবনের গল্প বলে। বহু যুবক-যুবতী এমন ঘটনার মধ্যে দিয়ে গেছেন।’
সিনেমাটির জার্নি নিয়ে জেনেলিয়া জানান, অদিতি চরিত্রে নজর কাড়লেও সিনেমাটিতে কাজ পাওয়ার জন্য একাধিকবার স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল তাঁকে। পুরো এক মাস একসঙ্গে থাকতে গিয়ে সবার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, তারপর সেটা সিনেমায় তুলে ধরা হয়েছিল।
শিশু চরিত্রে অভিনয় করলেও সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিষেক হয় বলিউড অভিনেতা ইমরান খানের। এই সিনেমার মাধ্যমে সূত্রপাত হলেও আজও জেনেলিয়া আর ইমরানের বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, এখন তাঁদের সন্তানেরাও বন্ধু। জেনেলিয়ার কথায়, ‘আমাদের সন্তানেরা এখন একই স্কুলে পড়ে। তাই আমাদের মাঝেমধ্যেই স্কুলের ওখানেই দেখা হয়ে যায়।’
‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটির আয় ছিল প্রায় ৫৬ কোটি রুপি। শুধু আয় নয়, সেবারের অনেকগুলো পুরস্কারে ভাগ বসিয়েছিল সিনেমাটি। ৫৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ অভিষেকের পুরস্কার জিতেছিলেন ইমরান খান। এ ছাড়া সেরা সংগীত নির্দেশক হিসেবে এআর রহমান, সেরা কোরিওগ্রাফি ও বিশেষ জুরির পুরস্কার (অভিনেতা) লাভ করেছিল সিনেমাটি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫