বিগ বস ১৫-এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ। সঞ্চালক সালমান খানের এই শোয়ের বিজয়ী কে হবেন তা নিয়ে গেল কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছিল তুমুল আলোচনা। তাঁর বিগ বস জার্নি ছিল চড়াই-উতরাইতে ভরপুর। ঘরের ভিতর সকলের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন তিনি। একেকটা সময় তাঁর মন্তব্য এবং কার্যকলাপের কারণে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনাও তৈরী করে তেজস্বীর এই আচরণ।
দর্শকদের বিচারে ‘বিগ বস’-এর বিজেতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন প্রতীক আর করণ। তারপরেই নাম আসে শমিতা আর তেজস্বীর। প্রথম থেকেই শোতে বনিবনা নেই করণ আর প্রতীকের। এদিকে একে-অপরকে সহ্য করতে পারেন না শমিতা আর তেজস্বীও।
এদিন বিগ বস এ-র ট্রফি ছাড়াও ৪০ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতলেন বিজয়ী। দ্বিতীয় স্থানে শেষ করলেন প্রতীক, দ্বিতীয় রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল করণকে। তেজস্বি বিগ বসের অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন। অন্যদিকে, ফাইনালে ১০ লক্ষ রুপি নিয়ে বেরিয়ে গেলেন নিশান্ত। শমিতা শেঠি পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন। সালমান খানের বক্তব্য, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ জেতার মতো ভোট ছিল না তাঁর কাছে। ফলে বেরিয়ে গিয়ে ভালোই করেছেন তিনি। নিশান্তকে আগামীর শুভেচ্ছা জানালেন সালমান।
গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন বিগ বসের পাঁচ সাবেক বিজয়ীরা। ১০ লাখ রুপি বাক্সবন্দি করে তাঁরাই ঘরের মধ্যে যান। তাঁরা অর্থাৎ গৌতম গুলাটি, উর্বশি ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান আর রুবিনা দিলায়েক। অফার দেন ট্রফি বা ১০ লাখের মধ্যে থেকে বেছে নিতে হবে একটা। সেটাই নিয়ে বেরিয়ে গেলেন নিশান্ত।
এরপর ‘গেহেরাইয়া’ ছবির চার তারকা দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত, ধৈর্য্য হাজির হয়েছেন ‘বিগ বস’-এর মঞ্চে। শুরু ছবির প্রচার। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হল যখন শেহনাজ গিল মঞ্চে এসে প্রয়াত সিদ্ধার্থ শুক্লার স্মৃতিচারণ করলেন।
বিগ বস ১৫-এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ। সঞ্চালক সালমান খানের এই শোয়ের বিজয়ী কে হবেন তা নিয়ে গেল কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছিল তুমুল আলোচনা। তাঁর বিগ বস জার্নি ছিল চড়াই-উতরাইতে ভরপুর। ঘরের ভিতর সকলের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন তিনি। একেকটা সময় তাঁর মন্তব্য এবং কার্যকলাপের কারণে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনাও তৈরী করে তেজস্বীর এই আচরণ।
দর্শকদের বিচারে ‘বিগ বস’-এর বিজেতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন প্রতীক আর করণ। তারপরেই নাম আসে শমিতা আর তেজস্বীর। প্রথম থেকেই শোতে বনিবনা নেই করণ আর প্রতীকের। এদিকে একে-অপরকে সহ্য করতে পারেন না শমিতা আর তেজস্বীও।
এদিন বিগ বস এ-র ট্রফি ছাড়াও ৪০ লক্ষ টাকার পুরস্কার মূল্য জিতলেন বিজয়ী। দ্বিতীয় স্থানে শেষ করলেন প্রতীক, দ্বিতীয় রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল করণকে। তেজস্বি বিগ বসের অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন। অন্যদিকে, ফাইনালে ১০ লক্ষ রুপি নিয়ে বেরিয়ে গেলেন নিশান্ত। শমিতা শেঠি পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন। সালমান খানের বক্তব্য, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ জেতার মতো ভোট ছিল না তাঁর কাছে। ফলে বেরিয়ে গিয়ে ভালোই করেছেন তিনি। নিশান্তকে আগামীর শুভেচ্ছা জানালেন সালমান।
গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন বিগ বসের পাঁচ সাবেক বিজয়ীরা। ১০ লাখ রুপি বাক্সবন্দি করে তাঁরাই ঘরের মধ্যে যান। তাঁরা অর্থাৎ গৌতম গুলাটি, উর্বশি ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান আর রুবিনা দিলায়েক। অফার দেন ট্রফি বা ১০ লাখের মধ্যে থেকে বেছে নিতে হবে একটা। সেটাই নিয়ে বেরিয়ে গেলেন নিশান্ত।
এরপর ‘গেহেরাইয়া’ ছবির চার তারকা দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত, ধৈর্য্য হাজির হয়েছেন ‘বিগ বস’-এর মঞ্চে। শুরু ছবির প্রচার। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হল যখন শেহনাজ গিল মঞ্চে এসে প্রয়াত সিদ্ধার্থ শুক্লার স্মৃতিচারণ করলেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫