বিনোদন ডেস্ক, ঢাকা
কঙ্গনা রানাওয়াত প্রযোজিত প্রথম সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭।
এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান যে, অনেকেই তাঁকে ৪৭ বছর বয়স্ক নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনীতকে নায়িকা হিসেবে নিতে নিষেধ করেছিলেন। অভিনীতের বয়স মাত্র ২০ বছর। তবে শোনেননি কঙ্গনা। তাঁর মনে হয়েছিল, ছবির গল্পের প্রয়োজনে তাঁরা একেবারে যথাযথ।
এই প্রসঙ্গে ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবির কথা তুলে ধরলেন কঙ্গনা। সে ছবিতে জুটি বেঁধেছিলেন মাধবন এবং কঙ্গনা। কঙ্গনার দাবি, ওই দুই ছবি শুধু সুপারহিট করেনি, বরং দর্শকরাও দারুণ পছন্দ করেছিলেন মাধবন-কঙ্গনার জুটিকে। কঙ্গনার মতে, তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ছিল তবে তা কখনো সিনেমার জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি। তিনি বলেন,‘আমার তো দারুণ লেগেছে নওয়াজ স্যার এবং অভিনীতের জুটি। মনে তো হয় এই জুটি হিট হবে। তবে আমার চাওয়ায় তো কিছু হয় না। বাকিটা দর্শকের হাতে।’
‘টিকু ওয়েডস শেরু’ প্রেমের গল্প হলেও তা স্যাটায়ারধর্মী। কঙ্গনার প্রডাকশন হাউজ ‘মণিকর্ণিকা ফিল্মস’ রয়েছে এই ছবি প্রযোজনার দায়িত্বে। বড়পর্দায় মুক্তি পাওয়ার কিছুদিন পর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে এই সিনেমার।
কঙ্গনার হাতে এইমুহূর্তে রয়েছে ‘মণিকর্ণিকা: রিটার্নস দ্য লেজেন্ড অফ দিদ্দা’, ‘ইমার্জেন্সি’, ‘তেজস’ এবং ‘দ্য ইনকারনেশন: সিতা’ এর মতো একগুচ্ছ সিনেমা। মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধকড়’।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
কঙ্গনা রানাওয়াত প্রযোজিত প্রথম সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭।
এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান যে, অনেকেই তাঁকে ৪৭ বছর বয়স্ক নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনীতকে নায়িকা হিসেবে নিতে নিষেধ করেছিলেন। অভিনীতের বয়স মাত্র ২০ বছর। তবে শোনেননি কঙ্গনা। তাঁর মনে হয়েছিল, ছবির গল্পের প্রয়োজনে তাঁরা একেবারে যথাযথ।
এই প্রসঙ্গে ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবির কথা তুলে ধরলেন কঙ্গনা। সে ছবিতে জুটি বেঁধেছিলেন মাধবন এবং কঙ্গনা। কঙ্গনার দাবি, ওই দুই ছবি শুধু সুপারহিট করেনি, বরং দর্শকরাও দারুণ পছন্দ করেছিলেন মাধবন-কঙ্গনার জুটিকে। কঙ্গনার মতে, তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ছিল তবে তা কখনো সিনেমার জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি। তিনি বলেন,‘আমার তো দারুণ লেগেছে নওয়াজ স্যার এবং অভিনীতের জুটি। মনে তো হয় এই জুটি হিট হবে। তবে আমার চাওয়ায় তো কিছু হয় না। বাকিটা দর্শকের হাতে।’
‘টিকু ওয়েডস শেরু’ প্রেমের গল্প হলেও তা স্যাটায়ারধর্মী। কঙ্গনার প্রডাকশন হাউজ ‘মণিকর্ণিকা ফিল্মস’ রয়েছে এই ছবি প্রযোজনার দায়িত্বে। বড়পর্দায় মুক্তি পাওয়ার কিছুদিন পর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে এই সিনেমার।
কঙ্গনার হাতে এইমুহূর্তে রয়েছে ‘মণিকর্ণিকা: রিটার্নস দ্য লেজেন্ড অফ দিদ্দা’, ‘ইমার্জেন্সি’, ‘তেজস’ এবং ‘দ্য ইনকারনেশন: সিতা’ এর মতো একগুচ্ছ সিনেমা। মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধকড়’।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৩ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৩ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৩ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৩ দিন আগে