সালমন খান আর আয়ুশ শর্মার মুক্তি প্রতীক্ষিত ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। সামনে এল এই ছবির ফার্স্টলুক পোস্টার। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তাঁর বোন জামাইকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।
‘অন্তিম’-এর গল্প এগিয়েছে পুলিশ আর গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। ফার্স্টলুক পোস্টারে সালমন আর আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে ছবি জুড়েই বিপরীত মতাদর্শের পুলিশ আর গ্যাংস্টারের লড়াই দেখা যাবে।
এর আগে বলিউড ছবি ‘লাভযাত্রী’তে দেখা গিয়েছিল সালমানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মাকে। আয়ুশকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় উঠেপড়ে লেগেছেন সালমান। ‘লাভযাত্রী’-তে তাঁর অভিনয় সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে সালমানও দমবার পাত্র নন! এবার ‘অন্তিম’- এ তাঁর চ্যালেঞ্জ তাই আয়ুশই। ‘লাভযাত্রী’তে পাশের বাড়ির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বডিবিল্ডার গ্যাংস্টারের সঙ্গে লড়তে দেখা যাবে। রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য।
ফার্স্টলুক পোস্টারেই ছবি নিয়ে কৌতুহল বেড়েছে দর্শকের। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বরুণকে।
সালমন খান আর আয়ুশ শর্মার মুক্তি প্রতীক্ষিত ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। সামনে এল এই ছবির ফার্স্টলুক পোস্টার। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রথম পোস্টারে দেখা মিলল সালমান ও তাঁর বোন জামাইকে। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।
‘অন্তিম’-এর গল্প এগিয়েছে পুলিশ আর গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। ফার্স্টলুক পোস্টারে সালমন আর আয়ুশ যেভাবে একে অপরের চোখে চোখ রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে ছবি জুড়েই বিপরীত মতাদর্শের পুলিশ আর গ্যাংস্টারের লড়াই দেখা যাবে।
এর আগে বলিউড ছবি ‘লাভযাত্রী’তে দেখা গিয়েছিল সালমানের বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মাকে। আয়ুশকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য প্রায় উঠেপড়ে লেগেছেন সালমান। ‘লাভযাত্রী’-তে তাঁর অভিনয় সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে সালমানও দমবার পাত্র নন! এবার ‘অন্তিম’- এ তাঁর চ্যালেঞ্জ তাই আয়ুশই। ‘লাভযাত্রী’তে পাশের বাড়ির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বডিবিল্ডার গ্যাংস্টারের সঙ্গে লড়তে দেখা যাবে। রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য।
ফার্স্টলুক পোস্টারেই ছবি নিয়ে কৌতুহল বেড়েছে দর্শকের। ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বরুণকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫