স্বামী আদিল খানের জামিন প্রার্থনা করছেন রিয়্যালিটি শো তারকা রাখি সাওয়ান্ত। জামিন প্রার্থনা করলেও অভিনেত্রী জানিয়েছেন আদিলকে কখনো ক্ষমা করবেন না তিনি। সম্প্রতি দুবাই যাওয়ার পথে সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন রাখি। এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘আজ সকালে আমি নামাজ পড়েছি। আমার মনে হলো রমজানের উদ্দেশ্য হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আদিলকে আমি মন থেকে ক্ষমা করতে পারব না তবে দোয়া করি তার জামিন হয়ে যাক।’
অভিনেত্রী আরও বলেন, “আমি স্ত্রী হিসেবে ভালো ছিলাম, কিন্তু আদিল আমার জীবন নষ্ট করেছে। তাকে এতটা ভালোবাসা ঠিক হয়নি। তার জামিন হোক এটা চাই, তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুবই সিরিয়াস। সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁকে জানাতে চাই, ‘আদিল যদি তুমি জামিন পাও, তাহলে অন্য কারও জীবন নষ্ট করো না। নিজেকে বদলানোর চেষ্টা করো। কাউকে বিয়ে করলে তার সঙ্গে খারাপ আচরণ করো না, যেমনটা করেছ আমার সঙ্গে।”
রাখি আরও জানান, তিনি কখনই আদিলের কাছে ফিরতে চান না। একাই জীবন কাটিয়ে দিতে চান।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাখি সাওয়ান্তের মামলায় তাঁর স্বামী আদিল খান দুররানিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। ব্যক্তিগত তহবিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা করেছিলেন রাখি। মুম্বাইয়ের ওশিওয়ারা থানার বাইরে গণমাধ্যমকর্মীদের রাখি বলেছিলেন, ‘আদিল সকালে আমাকে মারতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সে প্রায়ই আমার বাড়িতে আসে ও আমাকে হুমকি দেয়। এমনকি আজও সে আমাকে মারতে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মামলায় আদিলের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁর টাকা ও গয়না আত্মসাতের অভিযোগ করেছেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি।
স্বামী আদিল খানের জামিন প্রার্থনা করছেন রিয়্যালিটি শো তারকা রাখি সাওয়ান্ত। জামিন প্রার্থনা করলেও অভিনেত্রী জানিয়েছেন আদিলকে কখনো ক্ষমা করবেন না তিনি। সম্প্রতি দুবাই যাওয়ার পথে সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন রাখি। এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘আজ সকালে আমি নামাজ পড়েছি। আমার মনে হলো রমজানের উদ্দেশ্য হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আদিলকে আমি মন থেকে ক্ষমা করতে পারব না তবে দোয়া করি তার জামিন হয়ে যাক।’
অভিনেত্রী আরও বলেন, “আমি স্ত্রী হিসেবে ভালো ছিলাম, কিন্তু আদিল আমার জীবন নষ্ট করেছে। তাকে এতটা ভালোবাসা ঠিক হয়নি। তার জামিন হোক এটা চাই, তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুবই সিরিয়াস। সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁকে জানাতে চাই, ‘আদিল যদি তুমি জামিন পাও, তাহলে অন্য কারও জীবন নষ্ট করো না। নিজেকে বদলানোর চেষ্টা করো। কাউকে বিয়ে করলে তার সঙ্গে খারাপ আচরণ করো না, যেমনটা করেছ আমার সঙ্গে।”
রাখি আরও জানান, তিনি কখনই আদিলের কাছে ফিরতে চান না। একাই জীবন কাটিয়ে দিতে চান।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাখি সাওয়ান্তের মামলায় তাঁর স্বামী আদিল খান দুররানিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। ব্যক্তিগত তহবিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা করেছিলেন রাখি। মুম্বাইয়ের ওশিওয়ারা থানার বাইরে গণমাধ্যমকর্মীদের রাখি বলেছিলেন, ‘আদিল সকালে আমাকে মারতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সে প্রায়ই আমার বাড়িতে আসে ও আমাকে হুমকি দেয়। এমনকি আজও সে আমাকে মারতে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মামলায় আদিলের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁর টাকা ও গয়না আত্মসাতের অভিযোগ করেছেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫