বিনোদন ডেস্ক
আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর পরবর্তী অতিথি ফারাহ খান। ইতিমধ্যেই শোয়ের এই পর্বের প্রমো প্রচার হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে ফারাহ খান আরবাজকে জিজ্ঞেস করছেন ‘দাবাং ৩’ অনেকেরই পছন্দ হয়নি। হিট এই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবির এ অবস্থা মেনে নিতে পারেনি অনেকেই। ওই ছবির প্রযোজক হিসেবে কি ক্ষমা চাইবেন আরবাজ। ‘আমিও জানি এই ছবি দর্শকের অতটা ভালো লাগেনি। তবে তার জন্য ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই!’ জবাব দেন আরবাজ।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘তাঁরাও জানেন ‘দাবাং ৩’ দর্শকদের পছন্দমতো তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদেরই মনে হয়েছিল ছবিটি অতটা ভালো লাগবে না দর্শকদের। আসলে যাঁরা সিনেমা নির্মাণ করেন তাঁরা জানেন যে, অনেক সময়ই পূর্বপ্রস্তুতি থাকার পরেও আউটপুট ভালো হয় না। আমরা সেভাবেই এই প্রজেক্টে ব্যর্থ হয়েছি। তা ছাড়া ছবি মুক্তির সময় স্বাভাবিক পরিবেশও ছিল না; যা বক্স অফিসে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছু মানুষের ভালো লাগেনি এই ছবি। এমনটা যে হবে তা তো জানা কথাই। প্রতিবারই সালমানের ছবি ঘিরে এই ব্যাপার থাকে। তবে দাবাং ৩ -এ যা ভুল করেছি, দাবাং ৪-এ তা শুধরে নেব!’
‘দাবাং’ সিরিজের প্রযোজকের বক্তব্য, ‘দাবাং ৩-এর ভুলগুলো ধরতে পেরেছি। বুঝতেও পেরেছি। মৃত না হলে যেমন পোস্টমর্টেম করা যায় না। কথাটা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একবার মুক্তি পাওয়ার পর সেই ছবির ঠিক ভুলগুলো কাটাছেঁড়া করা যায়। “দাবাং”-এর প্ল্যান চলছে। আরও চমক নিয়ে এই ছবি নির্মাণ করা হবে। অবশ্যই সব চমক সালমান খানকে ঘিরে থাকবে।’
আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর পরবর্তী অতিথি ফারাহ খান। ইতিমধ্যেই শোয়ের এই পর্বের প্রমো প্রচার হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে ফারাহ খান আরবাজকে জিজ্ঞেস করছেন ‘দাবাং ৩’ অনেকেরই পছন্দ হয়নি। হিট এই ফ্র্যাঞ্চাইজির কোনো ছবির এ অবস্থা মেনে নিতে পারেনি অনেকেই। ওই ছবির প্রযোজক হিসেবে কি ক্ষমা চাইবেন আরবাজ। ‘আমিও জানি এই ছবি দর্শকের অতটা ভালো লাগেনি। তবে তার জন্য ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই!’ জবাব দেন আরবাজ।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আরবাজ বলেন, ‘তাঁরাও জানেন ‘দাবাং ৩’ দর্শকদের পছন্দমতো তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নিজেদেরই মনে হয়েছিল ছবিটি অতটা ভালো লাগবে না দর্শকদের। আসলে যাঁরা সিনেমা নির্মাণ করেন তাঁরা জানেন যে, অনেক সময়ই পূর্বপ্রস্তুতি থাকার পরেও আউটপুট ভালো হয় না। আমরা সেভাবেই এই প্রজেক্টে ব্যর্থ হয়েছি। তা ছাড়া ছবি মুক্তির সময় স্বাভাবিক পরিবেশও ছিল না; যা বক্স অফিসে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছু মানুষের ভালো লাগেনি এই ছবি। এমনটা যে হবে তা তো জানা কথাই। প্রতিবারই সালমানের ছবি ঘিরে এই ব্যাপার থাকে। তবে দাবাং ৩ -এ যা ভুল করেছি, দাবাং ৪-এ তা শুধরে নেব!’
‘দাবাং’ সিরিজের প্রযোজকের বক্তব্য, ‘দাবাং ৩-এর ভুলগুলো ধরতে পেরেছি। বুঝতেও পেরেছি। মৃত না হলে যেমন পোস্টমর্টেম করা যায় না। কথাটা ছবির ক্ষেত্রেও প্রযোজ্য। একবার মুক্তি পাওয়ার পর সেই ছবির ঠিক ভুলগুলো কাটাছেঁড়া করা যায়। “দাবাং”-এর প্ল্যান চলছে। আরও চমক নিয়ে এই ছবি নির্মাণ করা হবে। অবশ্যই সব চমক সালমান খানকে ঘিরে থাকবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫