সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির জন্য। চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। কথা ছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, সালমানের চরিত্রের ব্যাপ্তি বাড়ানো হয়।
শুটিং শেষ হওয়া পর্যন্ত বেশ কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে চিত্রনাট্য। শুরুতে সালমান ছিলেন অতিথি চরিত্র। সেটা মেনেই শুটিংয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরে চরিত্রটির ব্যাপ্তি বাড়ানো হয়। তবে, সালমানের কোনো নায়িকা বা গান রাখা হয়নি। এটা ঠিক মনঃপূত হয়নি সালমানের। ফলে চিত্রনাট্যে আবার পরিবর্তন আনেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। নতুন করে সংযুক্ত করা হয় সালমানের নায়িকা এবং নাচ-গান। কিন্তু তত দিনে সালমানের ভালো লেগেছে চরিত্রটি। ফলে তিনি বললেন, ‘না, যেমন আছে তেমনই থাক। ছবিতে আমার চরিত্রের সঙ্গে এসবের একটিও মানায় না। সুতরাং কোনো প্রয়োজন নেই।’
আবারও আগের চিত্রনাট্যে ফিরে যান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। কিন্তু ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘ছবিতে সালমানোচিত কিচ্ছু নেই। নায়িকা নেই, সালমানের নাচ নেই। সালমানভক্তরা কীভাবে গ্রহণ করবে এই ছবি, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। তবে জোর পেয়েছি এটা ভেবে যে সালমান নিজে এই ছবির প্রতি ভরসা রাখছে।’
প্রশ্ন হলো, সালমান এই ছবি করতে রাজি হয়েছেন কেন? প্রথমত, ছবির প্রযোজক সালমান খান নিজেই। এই ছবির মূল চরিত্রে আছেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সালমান, আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। আয়ুষ জানালেন, শুটিংয়ে ছবির একটি দৃশ্যে সালমানকে ঘুষি মারতে গিয়ে ভয়ে ঘেমে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভয়ের চোটে আগেভাগেই তিনি ফ্লোরের বাইরে একটি গাড়ির ব্যবস্থাও করে রেখেছিলেন। আয়ুষের যুক্তি, ‘যদি ঘুষি মারার দৃশ্যে কোনোরকম গন্ডগোল করে ফেলতাম, তাহলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াতাম না। সোজা ওই গাড়িতে উঠে চম্পট দিতাম!’
সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির জন্য। চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। কথা ছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, সালমানের চরিত্রের ব্যাপ্তি বাড়ানো হয়।
শুটিং শেষ হওয়া পর্যন্ত বেশ কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে চিত্রনাট্য। শুরুতে সালমান ছিলেন অতিথি চরিত্র। সেটা মেনেই শুটিংয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরে চরিত্রটির ব্যাপ্তি বাড়ানো হয়। তবে, সালমানের কোনো নায়িকা বা গান রাখা হয়নি। এটা ঠিক মনঃপূত হয়নি সালমানের। ফলে চিত্রনাট্যে আবার পরিবর্তন আনেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। নতুন করে সংযুক্ত করা হয় সালমানের নায়িকা এবং নাচ-গান। কিন্তু তত দিনে সালমানের ভালো লেগেছে চরিত্রটি। ফলে তিনি বললেন, ‘না, যেমন আছে তেমনই থাক। ছবিতে আমার চরিত্রের সঙ্গে এসবের একটিও মানায় না। সুতরাং কোনো প্রয়োজন নেই।’
আবারও আগের চিত্রনাট্যে ফিরে যান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। কিন্তু ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘ছবিতে সালমানোচিত কিচ্ছু নেই। নায়িকা নেই, সালমানের নাচ নেই। সালমানভক্তরা কীভাবে গ্রহণ করবে এই ছবি, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। তবে জোর পেয়েছি এটা ভেবে যে সালমান নিজে এই ছবির প্রতি ভরসা রাখছে।’
প্রশ্ন হলো, সালমান এই ছবি করতে রাজি হয়েছেন কেন? প্রথমত, ছবির প্রযোজক সালমান খান নিজেই। এই ছবির মূল চরিত্রে আছেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সালমান, আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। আয়ুষ জানালেন, শুটিংয়ে ছবির একটি দৃশ্যে সালমানকে ঘুষি মারতে গিয়ে ভয়ে ঘেমে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভয়ের চোটে আগেভাগেই তিনি ফ্লোরের বাইরে একটি গাড়ির ব্যবস্থাও করে রেখেছিলেন। আয়ুষের যুক্তি, ‘যদি ঘুষি মারার দৃশ্যে কোনোরকম গন্ডগোল করে ফেলতাম, তাহলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াতাম না। সোজা ওই গাড়িতে উঠে চম্পট দিতাম!’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫