ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছেন। যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া-অভিষেক। এর দুই বছর পর ২০০৯ সালে আমেরিকায় অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত হন এই দম্পতি। এই অনুষ্ঠানে তাঁদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন জাঁকজমকপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা।
অভিষেক সঞ্চালিকাকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন। ভারতীয়দের বিয়ের তোড়জোড় চলে দীর্ঘদিন ধরে। টানা ১০ দিন সকাল ও বিকেল নানা রকমের রীতি ঘিরে রাখে নবদম্পতিকে।
অভিষেকের বিবরণ শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন সঞ্চালিকা। তিনি বলেছিলেন, ‘এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?’ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া।
উত্তরে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমরা এই ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না।’ এই অভিনেত্রী এ-ও বলেন, বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।
অনুষ্ঠানেই অভিনেত্রী এ-ও জানিয়েছিলেন, অমিতাভ বরাবর তাঁর মা-বাবাের সঙ্গেই থেকেছেন। তাই সেই ধারা তিনিও বহন করছেন। বর্তমানে এই দম্পতির সম্পর্কের টানাপোড়েনে এ মন্তব্য প্রাসঙ্গিক।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা। তবে কী দীর্ঘদিনের দাম্পত্য জীবন ইতি টানছেন তাঁরা—এমন প্রশ্ন ঘুরতে থাকে। যদিও এ নিয়ে মুখ কুলুপ এঁটে আছেন এই দম্পতি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ঘিরে আলোচনা যেন থামছেই না। তাঁদের বিচ্ছেদ ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা আবার তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি ঐশ্বরিয়া-অভিষেকের পুরোনো এক অনুষ্ঠানের সাক্ষাৎকার সামনে এসেছেন। যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া-অভিষেক। এর দুই বছর পর ২০০৯ সালে আমেরিকায় অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত হন এই দম্পতি। এই অনুষ্ঠানে তাঁদের বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন জাঁকজমকপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা।
অভিষেক সঞ্চালিকাকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন। ভারতীয়দের বিয়ের তোড়জোড় চলে দীর্ঘদিন ধরে। টানা ১০ দিন সকাল ও বিকেল নানা রকমের রীতি ঘিরে রাখে নবদম্পতিকে।
অভিষেকের বিবরণ শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন সঞ্চালিকা। তিনি বলেছিলেন, ‘এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?’ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া।
উত্তরে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমরা এই ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না।’ এই অভিনেত্রী এ-ও বলেন, বিয়ে মানেই পরস্পরের প্রতি সারা জীবনের প্রতিশ্রুতিবদ্ধতা। পরিবারের সঙ্গে থাকার মধ্যেই রয়েছে আনন্দ।
অনুষ্ঠানেই অভিনেত্রী এ-ও জানিয়েছিলেন, অমিতাভ বরাবর তাঁর মা-বাবাের সঙ্গেই থেকেছেন। তাই সেই ধারা তিনিও বহন করছেন। বর্তমানে এই দম্পতির সম্পর্কের টানাপোড়েনে এ মন্তব্য প্রাসঙ্গিক।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা। তবে কী দীর্ঘদিনের দাম্পত্য জীবন ইতি টানছেন তাঁরা—এমন প্রশ্ন ঘুরতে থাকে। যদিও এ নিয়ে মুখ কুলুপ এঁটে আছেন এই দম্পতি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫