ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। গত ১৫ নভেম্বর বুধবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এরপর একাধিক বলিউড তারকার সঙ্গে দেখা করেন। সবশেষ শাহরুখ খানের মান্নাতে গিয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার রাতে সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহরুখ খান। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ! দীর্ঘদিন ধরেই ওর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু এদিন ওর সঙ্গে দেখা হওয়ার পর, শিশুদের সঙ্গে সে কীভাবে মেশে, সেটা দেখার পর বুঝলাম সে কতটা ভদ্র ও নম্র স্বভাবের।’
শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, ‘তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল। খুব খুশি হলাম আলাপ করে। এবার একটু বিশ্রাম নিয়ো।’
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘দুই লিজেন্ড একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসাম পুরুষ।’ কেউ আবার লিখেছেন, ‘দুজনেরই বড় ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।’
বেকহামের আগমনে শাহরুখের বাড়িতে বসেছিল তারার মেলা। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুর, সোনম কাপুর, ফারহান আখতার, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরসহ বলিউডের একঝাঁক অভিনয়শিল্পী।
প্রসঙ্গত, গত বুধবার রাতেই সোনম কাপুরের আতিথ্য নেন বেকহাম। এরপর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতেও তাঁকে দেখা গেছে।
উল্লেখ্য, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’তে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। গত ১৫ নভেম্বর বুধবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এরপর একাধিক বলিউড তারকার সঙ্গে দেখা করেন। সবশেষ শাহরুখ খানের মান্নাতে গিয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার রাতে সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহরুখ খান। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ! দীর্ঘদিন ধরেই ওর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু এদিন ওর সঙ্গে দেখা হওয়ার পর, শিশুদের সঙ্গে সে কীভাবে মেশে, সেটা দেখার পর বুঝলাম সে কতটা ভদ্র ও নম্র স্বভাবের।’
শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, ‘তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল। খুব খুশি হলাম আলাপ করে। এবার একটু বিশ্রাম নিয়ো।’
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘দুই লিজেন্ড একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসাম পুরুষ।’ কেউ আবার লিখেছেন, ‘দুজনেরই বড় ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।’
বেকহামের আগমনে শাহরুখের বাড়িতে বসেছিল তারার মেলা। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুর, সোনম কাপুর, ফারহান আখতার, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরসহ বলিউডের একঝাঁক অভিনয়শিল্পী।
প্রসঙ্গত, গত বুধবার রাতেই সোনম কাপুরের আতিথ্য নেন বেকহাম। এরপর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতেও তাঁকে দেখা গেছে।
উল্লেখ্য, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’তে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে