ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়ার পরে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাঁর পরিবার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
নুসরাতের মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তিনি একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বাড়ির পথে আছেন।’
তাঁরা আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা আর কিছু জানাতে পারছি না, তবে তিনি ভারতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে অবহিত করব। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তিনি নিরাপদে ভারতের পথে আছেন।’
এদিকে নুসরাতের মা ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘আমরা এখন খুব খুশি, আমার মেয়ে নিরাপদে ফিরছে।’
এর আগে আজ রোববার নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’
নুসরাত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন, সেখানে তাঁর ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়েছে। নুসরাত ভারুচা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাহি হালেভি, আমির বওত্রাস, নিশান্ত দাহিয়া ছাড়াও অনেকেই।
ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়ার পরে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাঁর পরিবার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।
নুসরাতের মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তিনি একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বাড়ির পথে আছেন।’
তাঁরা আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা আর কিছু জানাতে পারছি না, তবে তিনি ভারতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে অবহিত করব। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তিনি নিরাপদে ভারতের পথে আছেন।’
এদিকে নুসরাতের মা ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘আমরা এখন খুব খুশি, আমার মেয়ে নিরাপদে ফিরছে।’
এর আগে আজ রোববার নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’
নুসরাত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন, সেখানে তাঁর ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়েছে। নুসরাত ভারুচা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাহি হালেভি, আমির বওত্রাস, নিশান্ত দাহিয়া ছাড়াও অনেকেই।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫