কেন শুটিংয়ের আগে বারবার রিহার্সেল করেন অমিতাভ বচ্চন? কেন একই সংলাপ বারবার আওড়াতে হয়? জানা গেল সেই কারণ। নিজেই সেই কথা জানালেন ‘বিগ বি’। তাঁর নতুন ছবি ‘চেহরে’-এর প্রযোজক আনন্দ পন্ডিতের সঙ্গে এক লাইভ অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা তোলেন অমিতাভ। ওই প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন ‘চেহরে’ ছবিতে ‘বিগ বি’-র সহ-অভিনেতা ইমরান হাশমিও।
ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওতে অমিতাভ, ইমরান এবং আনন্দ এই তিনজনকেই পাওয়া গেছে। অমিতাভের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমরান হাশমি বলেন, ছবিতে নিজের ৫০০% দেওয়ার পাশাপাশি শুটিং চলাকালীন সহ-অভিনেতাদেরও যথেষ্ট সাহায্য করেন ‘বিগ বি’। তার ওপর এই ছবিতে অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি যে একইসঙ্গে আনন্দ ও ভয় পেয়েছিলেন সেকথাও জানান। আরও জানান ‘বিগ বি’-র সঙ্গে শুটিংয়ের সময় তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেন তাঁর দিক থেকে এমন কিছু না হয় যাতে তার সঙ্গের কোন দৃশ্য দ্বিতীয়বার করতে হয়। তাই বারবার সংলাপ পড়ে মুখস্থ রাখতেন তিনি।
ইমরানের কথার জের টেনেই অমিতাভ বলেন, একজন ছবির পরিচালক শুটিংয়ের সময় একজন অভিনেতার থেকে যে ধরণের অভিনয় চাইছেন তার বিপরীত কিছু করাটা অত্যন্ত গর্হিত কাজ। তাই যথাসম্ভব ছবির সেটে পরিচালকের নির্দেশ মেনে চলেন তিনি। যথাসাধ্য তাঁর কথামতো কাজ করার চেস্ট করেন তিনি। তাই তো শুটিংয়ের আগে বারবার নিজের সংলাপ আওড়াতে থাকেন।
৭৮ বছর বয়স্ক অমিতাভ বচ্চনের কথায়, ‘আমাদের বয়সে এসে পরপর সংলাপ মনে রাখাটা ভীষণ কঠিন। তাই বারেবারে পড়তে থাকি। রিহার্সাল করতে থাকি একা একাই। সংলাপ আমার মুখস্থ করতে হয়। অনেক সময় আমার বিভিন্ন সহ-অভিনেতারা বলেছেন যে, বড্ড বেশি রিহার্সাল করতে থাকি আমি। ওরা জানেন না আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাপারটা। এ না করলে সংলাপ গুলিয়ে ফেলতে পারি। আমি আমার কাজে জিরো হয়ে যেতে পারি।’
রুমি জাফরির পরিচালনায় আজ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চেহরে’। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিয়া চক্রবর্তী, আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব।
কেন শুটিংয়ের আগে বারবার রিহার্সেল করেন অমিতাভ বচ্চন? কেন একই সংলাপ বারবার আওড়াতে হয়? জানা গেল সেই কারণ। নিজেই সেই কথা জানালেন ‘বিগ বি’। তাঁর নতুন ছবি ‘চেহরে’-এর প্রযোজক আনন্দ পন্ডিতের সঙ্গে এক লাইভ অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা তোলেন অমিতাভ। ওই প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন ‘চেহরে’ ছবিতে ‘বিগ বি’-র সহ-অভিনেতা ইমরান হাশমিও।
ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওতে অমিতাভ, ইমরান এবং আনন্দ এই তিনজনকেই পাওয়া গেছে। অমিতাভের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমরান হাশমি বলেন, ছবিতে নিজের ৫০০% দেওয়ার পাশাপাশি শুটিং চলাকালীন সহ-অভিনেতাদেরও যথেষ্ট সাহায্য করেন ‘বিগ বি’। তার ওপর এই ছবিতে অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি যে একইসঙ্গে আনন্দ ও ভয় পেয়েছিলেন সেকথাও জানান। আরও জানান ‘বিগ বি’-র সঙ্গে শুটিংয়ের সময় তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেন তাঁর দিক থেকে এমন কিছু না হয় যাতে তার সঙ্গের কোন দৃশ্য দ্বিতীয়বার করতে হয়। তাই বারবার সংলাপ পড়ে মুখস্থ রাখতেন তিনি।
ইমরানের কথার জের টেনেই অমিতাভ বলেন, একজন ছবির পরিচালক শুটিংয়ের সময় একজন অভিনেতার থেকে যে ধরণের অভিনয় চাইছেন তার বিপরীত কিছু করাটা অত্যন্ত গর্হিত কাজ। তাই যথাসম্ভব ছবির সেটে পরিচালকের নির্দেশ মেনে চলেন তিনি। যথাসাধ্য তাঁর কথামতো কাজ করার চেস্ট করেন তিনি। তাই তো শুটিংয়ের আগে বারবার নিজের সংলাপ আওড়াতে থাকেন।
৭৮ বছর বয়স্ক অমিতাভ বচ্চনের কথায়, ‘আমাদের বয়সে এসে পরপর সংলাপ মনে রাখাটা ভীষণ কঠিন। তাই বারেবারে পড়তে থাকি। রিহার্সাল করতে থাকি একা একাই। সংলাপ আমার মুখস্থ করতে হয়। অনেক সময় আমার বিভিন্ন সহ-অভিনেতারা বলেছেন যে, বড্ড বেশি রিহার্সাল করতে থাকি আমি। ওরা জানেন না আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাপারটা। এ না করলে সংলাপ গুলিয়ে ফেলতে পারি। আমি আমার কাজে জিরো হয়ে যেতে পারি।’
রুমি জাফরির পরিচালনায় আজ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চেহরে’। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিয়া চক্রবর্তী, আন্নু কাপুর, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে