আমাদের চারপাশে নানা কুসংস্কার ও ঘরোয়া টোটকা রয়েছে। সেই সব থেকে বাদ পড়েন না তারকারাও। তেমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘এপিলেপ্সি’ বা মৃগীরোগে আক্রান্ত ফাতিমা সানা শেখ। অনেক দিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর সেশন করেন ফাতিমা। সেখানে তিনি তাঁর ভক্তদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নিজের অসুস্থতা নিয়েও কথা বলেন।
ভক্তদের সঙ্গে নিজের মৃগীতে আক্রান্ত হওয়ার বিষয়ে আলোচনা করেন ফাতিমা সানা শেখ। সে সময় অদ্ভুত এক তথ্য শেয়ার করেন তিনি। মৃগীরোগীদের জুতা শোঁকানোর টোটকার অভিজ্ঞতা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এটি একটি মিথ। দয়া করে কেউ কাজটি করবেন না। ভয়ংকর খিঁচুনির মাঝে একটি দুর্গন্ধময় জুতা শুঁকতে দেওয়া হয়। আমাকেও এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। কী ভয়ংকর!’
ফাতিমা শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। ফাতিমা একাধিক জনপ্রিয় ছবি ও সিরিজ়ে অভিনয় করেছেন। তাঁকে সবশেষ দেখা গিয়েছিল অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুরের সঙ্গে ‘থর’ সিনেমায়।
বিনোদনের খবর আরও পড়ুন:
আমাদের চারপাশে নানা কুসংস্কার ও ঘরোয়া টোটকা রয়েছে। সেই সব থেকে বাদ পড়েন না তারকারাও। তেমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘এপিলেপ্সি’ বা মৃগীরোগে আক্রান্ত ফাতিমা সানা শেখ। অনেক দিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর সেশন করেন ফাতিমা। সেখানে তিনি তাঁর ভক্তদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নিজের অসুস্থতা নিয়েও কথা বলেন।
ভক্তদের সঙ্গে নিজের মৃগীতে আক্রান্ত হওয়ার বিষয়ে আলোচনা করেন ফাতিমা সানা শেখ। সে সময় অদ্ভুত এক তথ্য শেয়ার করেন তিনি। মৃগীরোগীদের জুতা শোঁকানোর টোটকার অভিজ্ঞতা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এটি একটি মিথ। দয়া করে কেউ কাজটি করবেন না। ভয়ংকর খিঁচুনির মাঝে একটি দুর্গন্ধময় জুতা শুঁকতে দেওয়া হয়। আমাকেও এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। কী ভয়ংকর!’
ফাতিমা শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। ফাতিমা একাধিক জনপ্রিয় ছবি ও সিরিজ়ে অভিনয় করেছেন। তাঁকে সবশেষ দেখা গিয়েছিল অনিল কাপুর ও হর্ষবর্ধন কাপুরের সঙ্গে ‘থর’ সিনেমায়।
বিনোদনের খবর আরও পড়ুন:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫