মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বক্স অফিসে চলছে শাহরুখের জওয়ান সিনেমার দাপট। প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। এমন সময় শাহরুখের একাধিক পুরোনো ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার কৌন বনেগা ক্রোড়পতির একটি পুরোনো ভিডিও হয়েছে ভাইরাল। সেখানেই বলিউড বাদশাহকে তাঁর বাবার স্মৃতিচারণ করেছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে সেই শোতে আলাপচারিতায় শাহরুখ খান বলেন, তাঁর বাবা তাঁকে অবশ্যই তিনটি জায়গা দেখতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি তাঁকে বলেছিলেন, শাহরুখ তুমি পৃথিবীর তিনটি জায়গা অবশ্যই যাবে, ইস্তাম্বুল, রোম এবং কাশ্মীর।
শাহরুখের কথায়, ‘আমার বাবা মা কাশ্মীরি ছিলেন। তো উনি আমাকে একবার বলেছিলেন যে আমি থাকি বা না থাকি জীবনে অন্তত তিনটি জায়গায় অবশ্যই যেও। ইস্তাম্বুল অবশ্যই যেও, ইতালির রোমে যেও। এবং কাশ্মীরে যেও। তবে বাকি দুটো জায়গা আমাকে ছাড়া গেলেও কাশ্মীর আমাকে ছাড়া কখনো যেও না।’
খুব অল্প বয়সেই শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ মারা যান। সেই কথা মনে করিয়ে শাহরুখ বলেন, ‘আমার বাবা অনেক অল্প বয়সেই চলে যান। আমি গোটা দুনিয়া ঘুরেছি কিন্তু কাশ্মীর কখনো যাইনি। অনেক সুযোগ এসেছিল কিন্তু কখনো যাইনি। আমার বন্ধুরা যাওয়ার কথা বলেছিল, বাড়ির সবাই সেখানে বেড়াতে গেছে, কিন্তু আমি যাইনি কখনো। আমার বাবা আমাকে বলেছিল উনি আমাকে কাশ্মীর ঘুরিয়ে দেখাবেন।’
উল্লেখ্য, এবার অভিনব পন্থায় ‘জওয়ান’-এর প্রচার করছেন শাহরুখ ভক্তরা। মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতে ‘জওয়ান’-এর বিশেষ শোর আয়োজন করছেন তাঁরা। দুস্থ নারী ও শিশুদের জন্য আয়োজিত এই শো শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়। এর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা গেছে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বক্স অফিসে চলছে শাহরুখের জওয়ান সিনেমার দাপট। প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। এমন সময় শাহরুখের একাধিক পুরোনো ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার কৌন বনেগা ক্রোড়পতির একটি পুরোনো ভিডিও হয়েছে ভাইরাল। সেখানেই বলিউড বাদশাহকে তাঁর বাবার স্মৃতিচারণ করেছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে সেই শোতে আলাপচারিতায় শাহরুখ খান বলেন, তাঁর বাবা তাঁকে অবশ্যই তিনটি জায়গা দেখতে যাওয়ার কথা বলেছিলেন। তিনি তাঁকে বলেছিলেন, শাহরুখ তুমি পৃথিবীর তিনটি জায়গা অবশ্যই যাবে, ইস্তাম্বুল, রোম এবং কাশ্মীর।
শাহরুখের কথায়, ‘আমার বাবা মা কাশ্মীরি ছিলেন। তো উনি আমাকে একবার বলেছিলেন যে আমি থাকি বা না থাকি জীবনে অন্তত তিনটি জায়গায় অবশ্যই যেও। ইস্তাম্বুল অবশ্যই যেও, ইতালির রোমে যেও। এবং কাশ্মীরে যেও। তবে বাকি দুটো জায়গা আমাকে ছাড়া গেলেও কাশ্মীর আমাকে ছাড়া কখনো যেও না।’
খুব অল্প বয়সেই শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ মারা যান। সেই কথা মনে করিয়ে শাহরুখ বলেন, ‘আমার বাবা অনেক অল্প বয়সেই চলে যান। আমি গোটা দুনিয়া ঘুরেছি কিন্তু কাশ্মীর কখনো যাইনি। অনেক সুযোগ এসেছিল কিন্তু কখনো যাইনি। আমার বন্ধুরা যাওয়ার কথা বলেছিল, বাড়ির সবাই সেখানে বেড়াতে গেছে, কিন্তু আমি যাইনি কখনো। আমার বাবা আমাকে বলেছিল উনি আমাকে কাশ্মীর ঘুরিয়ে দেখাবেন।’
উল্লেখ্য, এবার অভিনব পন্থায় ‘জওয়ান’-এর প্রচার করছেন শাহরুখ ভক্তরা। মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতে ‘জওয়ান’-এর বিশেষ শোর আয়োজন করছেন তাঁরা। দুস্থ নারী ও শিশুদের জন্য আয়োজিত এই শো শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়। এর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা গেছে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫