তারকাদের প্রতি ভক্তদের মোহ স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারকাদের প্রতি তারকাদেরও মোহ থাকে। ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতও আছে এই তালিকায়। সে কথা একবার নিজেই স্বীকার করেছিলেন কঙ্গনা। তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা অনেক অনুজেরই আদর্শ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। সেই সময়ে সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা প্রিয়াঙ্কা। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন মুখ কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাঁকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তাঁর।
কঙ্গনা বলেন, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাউত। পরবর্তীতে ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এক সময়ের অনুসারী কঙ্গনা অবশ্য গত বছর ইনস্টাগ্রামে নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি।
তারকাদের প্রতি ভক্তদের মোহ স্বাভাবিক। কিন্তু অনেক সময় তারকাদের প্রতি তারকাদেরও মোহ থাকে। ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতও আছে এই তালিকায়। সে কথা একবার নিজেই স্বীকার করেছিলেন কঙ্গনা। তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা অনেক অনুজেরই আদর্শ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ২০০৮ সালে মধুর ভান্ডারকার-এর 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। সেই সময়ে সাবেক মিস ওয়ার্ল্ডের পাশাপাশি বলিপাড়ায় অন্যতম প্রভাবশালী তারকা প্রিয়াঙ্কা। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন মুখ কঙ্গনা। এক সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শুটিং সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের মতো তাঁকে সামনে থেকে দেখে অন্যরকম অনুভূতি হতো তাঁর।
কঙ্গনা বলেন, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ বা ২০। প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে অন্যরকম এক অনুভূতি হতো। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বড় এক তারকা। ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা রানাউত। পরবর্তীতে ২০১৩ সালে ‘কৃষ থ্রি’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এক সময়ের অনুসারী কঙ্গনা অবশ্য গত বছর ইনস্টাগ্রামে নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৩ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৩ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৩ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৩ দিন আগে