বলিউড অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বান্দ্রার বাসভবনে ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন পর তিনি বাড়ি ফিরছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই তিনি বেরিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
৫৪ বছর বয়সী এ অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর মা ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তিনি বাড়িতে চলে যান।
জানা গেছে, চিকিৎসক সাইফকে এক সপ্তাহের জন্য বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। সংক্রমণ এড়াতে কারও সঙ্গে সাক্ষাতেও রয়েছে নিষেধাজ্ঞা।
জনপ্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে হাসপাতাল ও বাসভবনে জড়ো হতে শুরু করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। এ কারণে উভয় স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
চোর তাঁর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে, এতে সাইফ ছয়টি আঘাত পান। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় অটোরিকশায় করে তিনি হাসপাতালে পৌঁছান। একটি আঘাত তাঁর মেরুদণ্ডে লাগে এবং চিকিৎসকেরা জানান, ছুরির ফলার প্রান্ত তাঁর স্পাইনাল কর্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছিল। তবে মেরুদণ্ডের তরল বের হওয়ায় একটি অপারেশন করতে হয়। তাঁর হাত ও গলায় আঘাতের জন্য প্লাস্টিক সার্জারিও করা হয়েছে।
এই ঘটনা পুরো জাতিকে হতবাক করেছে, প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রিয় তারকার সুস্থতা কামনা করছেন ভক্ত-অনুরাগীরা।
জানা গেছে, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢুকেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার সময় সাইফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়।
রোববার সকালে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল।
বলিউড অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বান্দ্রার বাসভবনে ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন পর তিনি বাড়ি ফিরছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই তিনি বেরিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
৫৪ বছর বয়সী এ অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর মা ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তিনি বাড়িতে চলে যান।
জানা গেছে, চিকিৎসক সাইফকে এক সপ্তাহের জন্য বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। সংক্রমণ এড়াতে কারও সঙ্গে সাক্ষাতেও রয়েছে নিষেধাজ্ঞা।
জনপ্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে হাসপাতাল ও বাসভবনে জড়ো হতে শুরু করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। এ কারণে উভয় স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
চোর তাঁর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে, এতে সাইফ ছয়টি আঘাত পান। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় অটোরিকশায় করে তিনি হাসপাতালে পৌঁছান। একটি আঘাত তাঁর মেরুদণ্ডে লাগে এবং চিকিৎসকেরা জানান, ছুরির ফলার প্রান্ত তাঁর স্পাইনাল কর্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছিল। তবে মেরুদণ্ডের তরল বের হওয়ায় একটি অপারেশন করতে হয়। তাঁর হাত ও গলায় আঘাতের জন্য প্লাস্টিক সার্জারিও করা হয়েছে।
এই ঘটনা পুরো জাতিকে হতবাক করেছে, প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রিয় তারকার সুস্থতা কামনা করছেন ভক্ত-অনুরাগীরা।
জানা গেছে, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢুকেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার সময় সাইফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়।
রোববার সকালে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে