আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
আবারও সুর চুরির অভিযোগ উঠেছে বলিউডের সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে। টোকিও অলিম্পিকে বেজে উঠেছিল ইসরায়েলের জাতীয় সংগীত। আর সেখান থেকেই যেন নতুনভাবে আলোচনায় অনু মালিকের সুর চুরির ঘটনা।
আর্টিস্টিক জিমন্যাটিকসে সোনা জিতেছিলেন ইসরায়েলের জিমন্যাস্ট আরতেম দোলপিয়াত। তাঁকে পদক দেওয়ার সময়ই বাজানো হয়েছিল সে দেশের জাতীয় সংগীত। তা শুনেই চমকে ওঠেন অনেকে। এ যেন ঠিক নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘দিলজ্বলে’ সিনেমার ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানটি।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল হরি বাওয়েজা পরিচালিত ‘দিলজ্বলে’ ছবিটি। তাতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, সোনালি বেন্দ্রে, মধু ও অমরেশ পুরী। ছবির আটটি গানেই সুর দিয়েছিলেন অনু মালিক। এর মাঝে ‘মেরা মুল্ক মেরা দেশ’ গানের সুরটি ‘হুবহু ইসরায়েলের জাতীয় সংগীতের সুরে করা। গানের দুটি ভার্সন তৈরি হয়েছিল। একটি গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। আরেকটি ভার্সন গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ইসরায়েলের জাতীয় সংগীতকেও বাদ দেননি অনু মালিক। তা দিয়ে ১৯৯৬ সালে গানও বানিয়ে ফেলেছিলেন! ভারতীয়রা এত দিন পর এসে আবিষ্কার করল সুর চুরির ঘটনা।
অনু মালিকের বিরুদ্ধে চুরির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে একাধিক ইংরেজি, পাকিস্তানি ও বাংলাদেশি গানের সুর নকল করেছেন অনু মালিক। বাংলাদেশের ‘মাইলস’ ব্যান্ডের গানের সুরও কপি করেছিলেন তিনি।
শুনুন ‘মেরা মুল্ক মেরা দেশ’ গান:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫