একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।
আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’
তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’
অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।
পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।
আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে