একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।
একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৩ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৩ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৩ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৩ দিন আগে