ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০০০ সালের ৩ জুলাই থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' বা কে হতে চায় কোটিপতি নামে একটি রিয়্যালিটি শো চলছে। শুরু থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছেন কিংবদন্তি ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন। তবে শোর-র ১০০০ তম পর্বে এসে ৩ ডিসেম্বর বলিউড শাহেনশাহ বললেন, তিনি নাকি সেই সময় বড় পর্দায় তেমন কাজ পাচ্ছিলেন না বলে এই অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ১০০০ তম বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর ভাগনি নভ্যা নাভেলি নন্দাকে মঞ্চে উপস্থিত হতে বলেন আয়োজকেরা। ভার্চুয়ালে যুক্ত হন অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও।
অনুষ্ঠানে শ্বেতা বচ্চন এই প্রবীণ অভিনেতার কাছে জানতে চাইলেন, ১০০০ তম পর্বে কেমন অনুভব করছেন। তখন অমিতাভ বচ্চন বলেন, 'দারসাল, ২১ সাল হো গে হ্যায়। সান ২০০০ মে ইসকি শুরুভাত হুই থি। অর উস সময় হামকো পাতা নাহি থা। সব লগ কেহ রহে ওরা কে আপ ফিল্ম সে টেলিভিশন মে জা রহে হ্যায়, বাদে পরদে সে ছোটে পরদে পার আ রাহে হ্যায়, আপকি ছবি কো নুকসান হোগা।' বাংলা করলে এই বক্তব্যের অর্থ দাঁড়ায়—তার মানে, ২০০০ সালে শোটি প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ২১ বছর পেড়িয়ে গেছে। আমার মনে আছে—লোকেরা আমাকে বলেছিল, এই বড় পর্দা থেকে ছোট পর্দায় আসায় আমার চলচ্চিত্রের কাজে প্রভাব পড়বে।
২০ বছর পরে শোর ১০০০ তম পর্বে এসে শোতে যোগদানের পেছনের কারণও ব্যাখ্যা করলেন অমিতাভ বচ্চন। বললেন, 'হামারি আপনি কুছ পরিস্থিতিয়ান এমনি থি কে মুঝে লাগা কে ফিল্মওঁ মে কাম জো হ্যায় ওহ মিল না রাহা থা। অর্থাৎ—আসলে, সেই সময় আমি খুব বেশি কাজ পাচ্ছিলাম না। তবে প্রথম পর্বের পরে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে অনুভব করেছি যে পৃথিবী ইতিবাচকভাবে বদলে গেছে।
এই ক্লিপটির দ্বিতীয়ার্ধে শো থেকে সেরা কিছু থ্রোব্যাক মুহূর্ত দেখানো হয়েছে। শেষের দিকে দেখা যায়, অমিতাভ বচ্চন পুরো যাত্রার সাক্ষী হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে