বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে অভিনেতার অনন্য স্টাইল ও আকর্ষণীয় ভাব দর্শকদের মন জয় করে। ভক্তদের শেয়ার করা একাধিক ছবি ও ভিডিওতে ধরা পড়েছে কিং খানের সেসব মুহূর্ত।
একটি ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমি আর এক বছরের মধ্যে ৬০-এ পা রাখব, কিন্তু দেখুন তো, আমাকে ৩০ বছরের মতোই লাগছে। কিছু কিছু জিনিস আমি ভুলে যাই।’ তাঁর এই মন্তব্যে দর্শকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তিনি মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
শাহরুখ খান মজার ছলে বলেন, ‘আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কড়া। তিনি “পাঠান” বানিয়েছেন। তিনি আমাকে বলেছেন, ‘‘সিনেমার বিষয়ে কাউকে কিছু বলবে না।” তাই আমি বিস্তারিত কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, এই সিনেমা আপনাদের দারুণ আনন্দ দেবে। শাহরুখ খান নিজেই “কিং” নামে আসছেন। একটু বেশি দেখানো হয়ে গেল, তাই না?’
SRK says, ‘I am turning 60 this year, but damn, I look like 30,’ and we can’t disagree. He’s making age look irrelevant! 🔥@iamsrk @GlobalVillageAE @khaleejtimes #GlobalVillage #ShahRukhKhan #SRK #KingKhan #Dubai #DubaiGlobalVillage #SRKinDubai #King pic.twitter.com/HuEQDKLuIy
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) January 26, 2025
অনুষ্ঠানে শাহরুখ খান ‘জওয়ান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডন’, এবং ‘জব তক হ্যায় জান’-এর ডায়ালগ দেন। তাঁর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’, ‘ঝুমে জো পাঠান’ এবং ‘ছাইয়া ছাইয়া’তে নাচেন এবং ভক্তদের সঙ্গে মঞ্চে উঠে আনন্দ ভাগ করেন।
২০২৪ সালে শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাংকি দিয়ে চার বছরের বিরতির পর পর্দা কাঁপান।
বলিউড বাদশাহ শাহরুখ খান সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ভিলেজে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে অভিনেতার অনন্য স্টাইল ও আকর্ষণীয় ভাব দর্শকদের মন জয় করে। ভক্তদের শেয়ার করা একাধিক ছবি ও ভিডিওতে ধরা পড়েছে কিং খানের সেসব মুহূর্ত।
একটি ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমি আর এক বছরের মধ্যে ৬০-এ পা রাখব, কিন্তু দেখুন তো, আমাকে ৩০ বছরের মতোই লাগছে। কিছু কিছু জিনিস আমি ভুলে যাই।’ তাঁর এই মন্তব্যে দর্শকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তিনি মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।
শাহরুখ খান মজার ছলে বলেন, ‘আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কড়া। তিনি “পাঠান” বানিয়েছেন। তিনি আমাকে বলেছেন, ‘‘সিনেমার বিষয়ে কাউকে কিছু বলবে না।” তাই আমি বিস্তারিত কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, এই সিনেমা আপনাদের দারুণ আনন্দ দেবে। শাহরুখ খান নিজেই “কিং” নামে আসছেন। একটু বেশি দেখানো হয়ে গেল, তাই না?’
SRK says, ‘I am turning 60 this year, but damn, I look like 30,’ and we can’t disagree. He’s making age look irrelevant! 🔥@iamsrk @GlobalVillageAE @khaleejtimes #GlobalVillage #ShahRukhKhan #SRK #KingKhan #Dubai #DubaiGlobalVillage #SRKinDubai #King pic.twitter.com/HuEQDKLuIy
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) January 26, 2025
অনুষ্ঠানে শাহরুখ খান ‘জওয়ান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডন’, এবং ‘জব তক হ্যায় জান’-এর ডায়ালগ দেন। তাঁর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’, ‘ঝুমে জো পাঠান’ এবং ‘ছাইয়া ছাইয়া’তে নাচেন এবং ভক্তদের সঙ্গে মঞ্চে উঠে আনন্দ ভাগ করেন।
২০২৪ সালে শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাংকি দিয়ে চার বছরের বিরতির পর পর্দা কাঁপান।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে