কাজল, রানি মুখার্জিদের বাড়ির দুর্গাপুজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। মুখোর্জি বাড়ির পুজাতে অংশ নেওয়ার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসেন। তার কারণ ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের এক ঝলক দেখে নেওয়া। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পুজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পুজার প্রত্যেকটি আচার-অনুষ্ঠানে অংশও নেন তাঁরা। তবে করোনার কারণে গত বছর থেকেই একটু অন্যরকম মুখার্জি বাড়ির পুজা। আর এবার তো বাইরের দর্শনার্থীদের ভিতরে ঢোকার অনুমতিই নেই।
সম্প্রতি সামনে এল কাজল ও রানির বাড়ির পুজার এক ভিডিও। যেখানে লাল শাড়িতে দেখা গেল কাজলকে। গত বছরের পুজায় বাড়িতে আসতে পারেননি কাজল। দেখা হয়নি কাকা, জ্যাঠাদের সঙ্গে। ভিডিওতে দেখা গেল কাকা, জ্যাঠাদের সামনে পেয়ে জড়িয়ে ধরলেন কাজল। ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন। কাজলের এই অবস্থা দেখে তাঁকে সামলে নিলেন কাকা দেব মুখার্জি। মুছে দিলেন কাজলের চোখের পানি।
সপ্তমী থেকে দশমী মুখার্জি বাড়িতেই কাটান কাজল। এই পুজাতে অংশ নেন স্বামী অজয় দেবগনও। সঙ্গে থাকেন কাজলের কন্যা ও পুত্র। পুজার কয়েকটা দিন কাজল একেবারেই বাঙালি মেয়ে। শাড়ি পরেন, ভোগ খান, পুজার নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্তও হন। ঢাকের তালে নাচেনও কাজল।
কাজল, রানি মুখার্জিদের বাড়ির দুর্গাপুজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। মুখোর্জি বাড়ির পুজাতে অংশ নেওয়ার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসেন। তার কারণ ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের এক ঝলক দেখে নেওয়া। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পুজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পুজার প্রত্যেকটি আচার-অনুষ্ঠানে অংশও নেন তাঁরা। তবে করোনার কারণে গত বছর থেকেই একটু অন্যরকম মুখার্জি বাড়ির পুজা। আর এবার তো বাইরের দর্শনার্থীদের ভিতরে ঢোকার অনুমতিই নেই।
সম্প্রতি সামনে এল কাজল ও রানির বাড়ির পুজার এক ভিডিও। যেখানে লাল শাড়িতে দেখা গেল কাজলকে। গত বছরের পুজায় বাড়িতে আসতে পারেননি কাজল। দেখা হয়নি কাকা, জ্যাঠাদের সঙ্গে। ভিডিওতে দেখা গেল কাকা, জ্যাঠাদের সামনে পেয়ে জড়িয়ে ধরলেন কাজল। ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন। কাজলের এই অবস্থা দেখে তাঁকে সামলে নিলেন কাকা দেব মুখার্জি। মুছে দিলেন কাজলের চোখের পানি।
সপ্তমী থেকে দশমী মুখার্জি বাড়িতেই কাটান কাজল। এই পুজাতে অংশ নেন স্বামী অজয় দেবগনও। সঙ্গে থাকেন কাজলের কন্যা ও পুত্র। পুজার কয়েকটা দিন কাজল একেবারেই বাঙালি মেয়ে। শাড়ি পরেন, ভোগ খান, পুজার নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্তও হন। ঢাকের তালে নাচেনও কাজল।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে