ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।
ঢাকা: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত্রীর জীবনেও ঘনিয়ে এসেছিল দুঃসময়।
বছর কয়েক আগে একটি নগ্ন দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনার পর খুবই ভেঙে পড়েছিলেন নায়িকা। বাড়ির বাইরেও তেমন বের হতেন না। কাউকে নিজের মুখ পর্যন্ত দেখাতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
সে সময় টানা চার দিন বাড়ির বাইরে বের হননি রাধিকা আপ্তে। যদিও লিক হওয়া ছবিটি তাঁর ছিল না। কিন্তু ছবির মেয়েটির সঙ্গে তাঁর চেহারার অনেক মিল। তাই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল রাধিকার ওপর দিয়েই।
মিডিয়া আমাকে নিয়ে কী বলল তা নিয়ে চিন্তিত ছিলাম না। কিন্তু আমার ড্রাইভার, কেয়ারটেকার, স্টাইলিস্ট– সবাই ওই ছবির সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছিলেন। এ ঘটনা আমাকে খুব বাজেভাবে ধাক্কা দিয়েছিল।
রাধিকা আপ্তে, অভিনেত্রী
পরে ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। লীনা যাদবের ওই সিনেমায় তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। বিষয়টি নিয়ে রাধিকা বলেন, ‘পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম। এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু আমার মনে হয়েছিল কারও কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই।’
যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, ‘ওই ছবি ফাঁস হওয়ার পরেও তাঁর কিছু করার ছিল না। সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া। কারণ, এর পেছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা।’
সম্প্রতি ডিজনি-হটস্টারের ‘ওকে কম্পিউটার’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্তে। এ সিনেমায় জ্যাকি শ্রুফ ও বিজয় ভার্মাও আছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে