দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন সানি দেওল। এ সাফল্যের মাঝেই ঋণ পরিশোধ না করতে পারার মাশুল গুনতে হলো অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিলামে উঠেছে সানি দেওলের প্রিয় ‘জুহু ভিলা’।
সানি দেওলের এই বিশালাকার বিলাসবহুল বাংলোটি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি জমে আছে দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলেছে ভারতের একটি বেসরকারি ব্যাংক। ঋণ শোধ করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাংকের থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়েছিলেন অভিনেতা সানি দেওল। কিন্তু শোধ করতে পারেননি তিনি। এবার তাই সানি দেওলের কাছ থেকে সুদসহ ঋণ শোধ করতে অভিনেতার জুহুর বাংলোকে নিলামে তুলেছে ওই ব্যাংক। জুহুর গান্ধীগ্রাম রোডে ৫৯৯ দমমিক ৪৪ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত ওই ভিলা।
আজ রোববার সংবাদপত্রে ব্যাংকের সেই নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে ঋণ নেওয়ার আরও কিছু তথ্যের উল্লেখও রয়েছে। সানির ভাই ববি দেওলের প্রকৃত নামও (বিজয় সিং দেওল) দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে। আর করপোরেট গ্যারেন্টর হিসেবে নাম দেওয়া হয়েছে ‘গদর ২’ অভিনেতার সংস্থা সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেডের।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ৯ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি স্পর্শ করেছে।
দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন সানি দেওল। এ সাফল্যের মাঝেই ঋণ পরিশোধ না করতে পারার মাশুল গুনতে হলো অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিলামে উঠেছে সানি দেওলের প্রিয় ‘জুহু ভিলা’।
সানি দেওলের এই বিশালাকার বিলাসবহুল বাংলোটি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি জমে আছে দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলেছে ভারতের একটি বেসরকারি ব্যাংক। ঋণ শোধ করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাংকের থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়েছিলেন অভিনেতা সানি দেওল। কিন্তু শোধ করতে পারেননি তিনি। এবার তাই সানি দেওলের কাছ থেকে সুদসহ ঋণ শোধ করতে অভিনেতার জুহুর বাংলোকে নিলামে তুলেছে ওই ব্যাংক। জুহুর গান্ধীগ্রাম রোডে ৫৯৯ দমমিক ৪৪ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত ওই ভিলা।
আজ রোববার সংবাদপত্রে ব্যাংকের সেই নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে ঋণ নেওয়ার আরও কিছু তথ্যের উল্লেখও রয়েছে। সানির ভাই ববি দেওলের প্রকৃত নামও (বিজয় সিং দেওল) দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে। আর করপোরেট গ্যারেন্টর হিসেবে নাম দেওয়া হয়েছে ‘গদর ২’ অভিনেতার সংস্থা সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেডের।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ৯ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি স্পর্শ করেছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে