শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার বাংলাদেশেও মুক্তির আবেদন করা হয়েছে।
বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় আবেদন করেছে। তথ্য মন্ত্রণালয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে একটি চিঠি জমা পড়েছে। কাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। আগামীকাল বিকেলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে সূত্রটি।
ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দুই দিন পরই বাংলাদেশের দর্শকেরাও দেখার সুযোগ পাবেন।
চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন এব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার বাংলাদেশেও মুক্তির আবেদন করা হয়েছে।
বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় আবেদন করেছে। তথ্য মন্ত্রণালয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে একটি চিঠি জমা পড়েছে। কাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। আগামীকাল বিকেলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে সূত্রটি।
ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দুই দিন পরই বাংলাদেশের দর্শকেরাও দেখার সুযোগ পাবেন।
চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন এব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১২ আগস্ট ২০২৫আবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১২ আগস্ট ২০২৫তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১২ আগস্ট ২০২৫১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১২ আগস্ট ২০২৫