ঢাকা: রহমান শল আলোচিত মডেল। কয়েক বছর ধরে ভারতের মিডিয়ায় তাঁর নাম বহুল উচ্চারিত। তবে নিজের কাজ নিয়ে যতটা, তারচেয়ে বেশি রহমানের প্রেমিকাকে কেন্দ্র করে। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমিক হিসেবেই বেশি পরিচিতি তাঁর।
কদিন আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রহমান। সেখানে একজন প্রশ্ন করেন, নিজের তারকা পরিচয় উপভোগ করেন কি না! জবাবে যা বলেছেন রহমান, সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি উত্তর দিয়েছেন এভাবে, ‘তারকা হিসেবে পরিচিতি পাওয়ার মতো সে রকম কোনো কাজ এখনো করিনি। অন্যজনের কঠিন পরিশ্রমের বদৌলতে আমার এই পরিচিতি। যেদিন নিজের যোগ্যতায় তারকা হব, সেদিন আপনার প্রশ্নের উত্তর দেব।’
বোঝাই যাচ্ছে, এই ‘অন্যজন’ বলতে সুস্মিতা সেনকেই বুঝিয়েছেন রহমান। তিনি মডেলিং করছেন অনেক বছর ধরে। কাশ্মীরের ছেলে রহমান। ইঞ্জিনিয়ারিং শেষ করে মডেলিং শুরু করেন। ভারতের উত্তরাখন্ডে পাঁচ-ছয় বছর মডেলিং করার পর আসেন মুম্বাইয়ে। সেখানেই সুস্মিতা সেনের সঙ্গে পরিচয় রহমানের। তত দিন পর্যন্ত তিনি ছিলেন মিডিয়ার চোখের আড়ালে। কিন্তু যখন থেকে সুস্মিতা সেনের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম, প্রকাশ্যে এল- সুস্মিতার মনের মানুষ রহমান; তখন থেকেই মিডিয়ায় তিনি আলোচনায়। ‘সুস্মিতার প্রেমিক’ পরিচয়ের আড়ালে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ‘মডেল রহমান শল’। এ নিয়ে হয়তো চাপা ক্ষোপ আছে তাঁর। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহমানের আফসোস, ‘যেদিন নিজের যোগ্যতায় তারকা হব…’।
রহমানের চেয়ে বয়সে ১৬ বছরের বড় প্রেমিকা সুস্মিতা। এ নিয়ে কম হাসাহাসি হয়নি। অনেকেই তো তাঁকে বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন, বলিউডে ওপরে ওঠার সিঁড়ি হিসেবে সুস্মিতাকে ব্যবহার করছেন রহমান! এ নিয়ে মন খারাপ হলেও তাঁদের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। সমস্ত অভিযোগ-কটাক্ষকে তোয়াক্কা না করেই পরস্পরের ভালোবাসায় ডুবে আছেন সুস্মিতা-রহমান।
প্রেমিকা সুস্মিতাকে কী চোখে দেখেন রহমান? ভক্তের আরেক প্রশ্নের জবাব রহমান দেন এক বাক্যে, ‘তিনি সবচেয়ে সেরা’। আর সুস্মিতার কোন গুণ তাঁকে বেশি মুগ্ধ করে? রহমান বলেছেন, ‘তাঁর সচেতনতা’।
২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা-রহমান। বর্তমানে দুই মেয়েকে নিয়ে রহমানের সঙ্গে এক বাসাতেই থাকেন অভিনেত্রী।
ঢাকা: রহমান শল আলোচিত মডেল। কয়েক বছর ধরে ভারতের মিডিয়ায় তাঁর নাম বহুল উচ্চারিত। তবে নিজের কাজ নিয়ে যতটা, তারচেয়ে বেশি রহমানের প্রেমিকাকে কেন্দ্র করে। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমিক হিসেবেই বেশি পরিচিতি তাঁর।
কদিন আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রহমান। সেখানে একজন প্রশ্ন করেন, নিজের তারকা পরিচয় উপভোগ করেন কি না! জবাবে যা বলেছেন রহমান, সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি উত্তর দিয়েছেন এভাবে, ‘তারকা হিসেবে পরিচিতি পাওয়ার মতো সে রকম কোনো কাজ এখনো করিনি। অন্যজনের কঠিন পরিশ্রমের বদৌলতে আমার এই পরিচিতি। যেদিন নিজের যোগ্যতায় তারকা হব, সেদিন আপনার প্রশ্নের উত্তর দেব।’
বোঝাই যাচ্ছে, এই ‘অন্যজন’ বলতে সুস্মিতা সেনকেই বুঝিয়েছেন রহমান। তিনি মডেলিং করছেন অনেক বছর ধরে। কাশ্মীরের ছেলে রহমান। ইঞ্জিনিয়ারিং শেষ করে মডেলিং শুরু করেন। ভারতের উত্তরাখন্ডে পাঁচ-ছয় বছর মডেলিং করার পর আসেন মুম্বাইয়ে। সেখানেই সুস্মিতা সেনের সঙ্গে পরিচয় রহমানের। তত দিন পর্যন্ত তিনি ছিলেন মিডিয়ার চোখের আড়ালে। কিন্তু যখন থেকে সুস্মিতা সেনের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম, প্রকাশ্যে এল- সুস্মিতার মনের মানুষ রহমান; তখন থেকেই মিডিয়ায় তিনি আলোচনায়। ‘সুস্মিতার প্রেমিক’ পরিচয়ের আড়ালে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ‘মডেল রহমান শল’। এ নিয়ে হয়তো চাপা ক্ষোপ আছে তাঁর। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহমানের আফসোস, ‘যেদিন নিজের যোগ্যতায় তারকা হব…’।
রহমানের চেয়ে বয়সে ১৬ বছরের বড় প্রেমিকা সুস্মিতা। এ নিয়ে কম হাসাহাসি হয়নি। অনেকেই তো তাঁকে বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন, বলিউডে ওপরে ওঠার সিঁড়ি হিসেবে সুস্মিতাকে ব্যবহার করছেন রহমান! এ নিয়ে মন খারাপ হলেও তাঁদের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। সমস্ত অভিযোগ-কটাক্ষকে তোয়াক্কা না করেই পরস্পরের ভালোবাসায় ডুবে আছেন সুস্মিতা-রহমান।
প্রেমিকা সুস্মিতাকে কী চোখে দেখেন রহমান? ভক্তের আরেক প্রশ্নের জবাব রহমান দেন এক বাক্যে, ‘তিনি সবচেয়ে সেরা’। আর সুস্মিতার কোন গুণ তাঁকে বেশি মুগ্ধ করে? রহমান বলেছেন, ‘তাঁর সচেতনতা’।
২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা-রহমান। বর্তমানে দুই মেয়েকে নিয়ে রহমানের সঙ্গে এক বাসাতেই থাকেন অভিনেত্রী।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে