আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।
আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে