বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এই প্রথমবার করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবেন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সুবাদে অস্কার রয়েছে যাঁর ঝুলিতে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে সারা আলি খানকে দেখা যেতে পারে।
নাম ঠিক না হওয়া স্পাই কমেডি সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন আকাশ কৌশিক। এখনো পর্যন্ত অবশ্য কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এই স্পাই কমেডি নিয়ে। তবে প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে বলেই জানিয়েছে পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্র।
আগামী জুন মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব ঠিকঠাক চললে সামনের বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ড্রিম গার্ল টু’। সেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তার প্রায় এক বছর পর নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এর মাঝে নিজের মিউজিক্যাল টুর নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান।
বলিউডে চলছে অ্যাকশন ঘরানার সিনেমার জোয়ার। কয়েকটা সিনেমা সুবিধে করতে না পারলেও মোটের ওপর অ্যাকশন সিনেমায় ভর দিয়েই কোভিডের পর দাঁড়িয়েছে বলিউড বক্স অফিস। সেই ধারা থেকে খানিকটা বেরিয়ে এবার আসতে যাচ্ছে স্পাই কমেডি। জানা যাচ্ছে, বলিউডের এই প্রোজেক্ট তৈরির মূল কারিগর নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। এই প্রথমবার করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবেন অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর সুবাদে অস্কার রয়েছে যাঁর ঝুলিতে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে সারা আলি খানকে দেখা যেতে পারে।
নাম ঠিক না হওয়া স্পাই কমেডি সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন আকাশ কৌশিক। এখনো পর্যন্ত অবশ্য কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি এই স্পাই কমেডি নিয়ে। তবে প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে বলেই জানিয়েছে পিঙ্কভিলার ঘনিষ্ঠ সূত্র।
আগামী জুন মাসেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। সব ঠিকঠাক চললে সামনের বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের একাংশ।
উল্লেখ্য, আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ড্রিম গার্ল টু’। সেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছিল। তার প্রায় এক বছর পর নতুন ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। এর মাঝে নিজের মিউজিক্যাল টুর নিয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে