‘বব বিশ্বাস’ ছবির প্রচারের জন্য দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানের ‘পোস্ট কা পোস্টমর্টেম’ সেকশন নিজের পোস্ট করা একটি ছবিতে এক ভক্তের মন্তব্য দেখে হেসে খুন বচ্চন পুত্র। ২০১৮ সালে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ ছবির শুটিং চলার সময় এই ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন অভিষেক।
একজন শিখের সাজপোশাকেই ওই ছবিতে দেখা যাচ্ছে অভিষেককে। সেই ছবি দেখেই বচ্চন-পুত্রের উদ্দেশে এক ভক্তের মন্তব্য, ‘আপনাকে বলেছিলাম কাজ করো না অনুরাগের সঙ্গে। একেবারে গরিব বানিয়ে ছেড়ে দেবে। দিলো তো!’ কমেন্টটি কপিল পড়ে ওঠামাত্রই হেসে ওঠেন অভিষেক। কমেন্টটি শুনে যে তিনি বেশ মজা পেয়েছেন,তা বলিউড তারকার হাসিই জানান দিচ্ছিল। সেই হাসিতে যোগ দেন অর্চনা পূরণ সিং থেকে শুরু করে শো-তে উপস্থিত থাকা দর্শকের দলও। ‘মনমর্জিয়া’ ছবিটি ব্যবসাসফল হয়। প্রশংসিত হয় অভিষেক বচ্চনের অভিনয়ও।
‘মনমর্জিয়া’ ছবির ‘চোঁচ লড়িয়া’ গানের শুটিংয়ে তোলা ওই ছবি পোস্ট করে অভিষেক জানিয়েছেন, মাত্র ঘন্টাখানেকের মধ্যেই এই গানের শুটিং করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
আগামী ৩রা ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘বব বিশ্বাস’। এই ছবি পরিচালনা করছেন সুজয় ঘোষ কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ছবিতে এক কন্ট্রাক্ট কিলারের কাহিনি উঠে আসবে, যার সঙ্গে ‘কাহানি’ ছবিতেই পরিচয় হয়েছে দর্শকদের। এখানে অবশ্য বব বিশ্বাস পরিবর্তন হয়েছে। শাশ্বতর জুতায় পা গলিয়েছেন অভিষেক।
‘বব বিশ্বাস’ ছবির প্রচারের জন্য দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানের ‘পোস্ট কা পোস্টমর্টেম’ সেকশন নিজের পোস্ট করা একটি ছবিতে এক ভক্তের মন্তব্য দেখে হেসে খুন বচ্চন পুত্র। ২০১৮ সালে অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ ছবির শুটিং চলার সময় এই ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন অভিষেক।
একজন শিখের সাজপোশাকেই ওই ছবিতে দেখা যাচ্ছে অভিষেককে। সেই ছবি দেখেই বচ্চন-পুত্রের উদ্দেশে এক ভক্তের মন্তব্য, ‘আপনাকে বলেছিলাম কাজ করো না অনুরাগের সঙ্গে। একেবারে গরিব বানিয়ে ছেড়ে দেবে। দিলো তো!’ কমেন্টটি কপিল পড়ে ওঠামাত্রই হেসে ওঠেন অভিষেক। কমেন্টটি শুনে যে তিনি বেশ মজা পেয়েছেন,তা বলিউড তারকার হাসিই জানান দিচ্ছিল। সেই হাসিতে যোগ দেন অর্চনা পূরণ সিং থেকে শুরু করে শো-তে উপস্থিত থাকা দর্শকের দলও। ‘মনমর্জিয়া’ ছবিটি ব্যবসাসফল হয়। প্রশংসিত হয় অভিষেক বচ্চনের অভিনয়ও।
‘মনমর্জিয়া’ ছবির ‘চোঁচ লড়িয়া’ গানের শুটিংয়ে তোলা ওই ছবি পোস্ট করে অভিষেক জানিয়েছেন, মাত্র ঘন্টাখানেকের মধ্যেই এই গানের শুটিং করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
আগামী ৩রা ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘বব বিশ্বাস’। এই ছবি পরিচালনা করছেন সুজয় ঘোষ কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ছবিতে এক কন্ট্রাক্ট কিলারের কাহিনি উঠে আসবে, যার সঙ্গে ‘কাহানি’ ছবিতেই পরিচয় হয়েছে দর্শকদের। এখানে অবশ্য বব বিশ্বাস পরিবর্তন হয়েছে। শাশ্বতর জুতায় পা গলিয়েছেন অভিষেক।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে