বিনোদন ডেস্ক
সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক মডেল-অভিনেত্রী চেহারায় অস্ত্রোপচার করান। ক্যারিয়ারের শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। তবে অস্ত্রোপচারটি সফল হয়নি। ফলে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল তাঁকে। পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছিল যে বেশ কিছু সিনেমা থেকে বাদ পড়েন তিনি। বাধ্য হয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্নে ইতি টেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তখনই পাশে এসে দাঁড়ান ‘গদর ২’খ্যাত পরিচালক অনিল শর্মা।
অনিলের পরিচালনায় ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর, সিনেমার শুটিং শুরুর আগে অস্ত্রোপচারের ঘটনায় দ্য হিরো ছাড়তে চেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা প্রকাশ্যে এনেছেন অনিল শর্মা। তিনি বলেন, ‘প্রথম যখন প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনি, ভেবেছিলাম, সে হয়তো জুলিয়া রবার্টসের মতো লুকের জন্য এটা করেছে। ওকে বকাঝকাও করি। পরে জানতে পারি, ওর কিছু শারীরিক সমস্যা ছিল। অস্ত্রোপচারও ভুল হয়েছে। এতে প্রিয়াঙ্কার কোনো দোষ ছিল না।’
অনিল জানান, দ্য হিরোতে অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে ৫ লাখ রুপি দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। একদিন সেই টাকা ফেরত দিতে গিয়েছিলেন তিনি। অনিল শর্মা বলেন, ‘প্রিয়াঙ্কা চেক নিয়ে এসেছিল। মন খারাপ করে বলছিল, অস্ত্রোপচারের জেরে কয়েকটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদিনই আমি প্রথম জানতে পারি তার অস্ত্রোপচারের বিষয়ে।’
প্রিয়াঙ্কা হতাশ হয়ে পড়লেও হাল ছাড়তে রাজি ছিলেন না অনিল। তখনই যশরাজ ফিল্মস থেকে একজন মেকআপ আর্টিস্ট ডেকে নেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো ঠিক করে দেন। এরপর আবারও তাঁর স্ক্রিনটেস্ট নেওয়া হয়। প্রিয়াঙ্কাকে আশ্বস্ত করেন অনিল। এরপর শুরু হয় দ্য হিরোর শুটিং। এভাবেই বলিউডে শুরু হয় প্রিয়াঙ্কার পথচলা।
দ্য হিরো মুক্তি পায় ২০০৩ সালে। একই বছর আসে আরেকটি সিনেমা ‘আন্দাজ’। পরের বছর ‘প্ল্যান’, ‘কিসমত’, ‘মুঝে শাদি করোগি’সহ পাঁচটি সিনেমা মুক্তি পায় প্রিয়াঙ্কার। শুরু হয় অভিনেত্রীর সাফল্যের গল্প। সে সাফল্যের পালে ভর করে বলিউড ছাড়িয়ে প্রিয়াঙ্কা পৌঁছে গেছেন হলিউডেও।
সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক মডেল-অভিনেত্রী চেহারায় অস্ত্রোপচার করান। ক্যারিয়ারের শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। তবে অস্ত্রোপচারটি সফল হয়নি। ফলে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল তাঁকে। পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছিল যে বেশ কিছু সিনেমা থেকে বাদ পড়েন তিনি। বাধ্য হয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্নে ইতি টেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তখনই পাশে এসে দাঁড়ান ‘গদর ২’খ্যাত পরিচালক অনিল শর্মা।
অনিলের পরিচালনায় ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর, সিনেমার শুটিং শুরুর আগে অস্ত্রোপচারের ঘটনায় দ্য হিরো ছাড়তে চেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা প্রকাশ্যে এনেছেন অনিল শর্মা। তিনি বলেন, ‘প্রথম যখন প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনি, ভেবেছিলাম, সে হয়তো জুলিয়া রবার্টসের মতো লুকের জন্য এটা করেছে। ওকে বকাঝকাও করি। পরে জানতে পারি, ওর কিছু শারীরিক সমস্যা ছিল। অস্ত্রোপচারও ভুল হয়েছে। এতে প্রিয়াঙ্কার কোনো দোষ ছিল না।’
অনিল জানান, দ্য হিরোতে অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে ৫ লাখ রুপি দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। একদিন সেই টাকা ফেরত দিতে গিয়েছিলেন তিনি। অনিল শর্মা বলেন, ‘প্রিয়াঙ্কা চেক নিয়ে এসেছিল। মন খারাপ করে বলছিল, অস্ত্রোপচারের জেরে কয়েকটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদিনই আমি প্রথম জানতে পারি তার অস্ত্রোপচারের বিষয়ে।’
প্রিয়াঙ্কা হতাশ হয়ে পড়লেও হাল ছাড়তে রাজি ছিলেন না অনিল। তখনই যশরাজ ফিল্মস থেকে একজন মেকআপ আর্টিস্ট ডেকে নেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো ঠিক করে দেন। এরপর আবারও তাঁর স্ক্রিনটেস্ট নেওয়া হয়। প্রিয়াঙ্কাকে আশ্বস্ত করেন অনিল। এরপর শুরু হয় দ্য হিরোর শুটিং। এভাবেই বলিউডে শুরু হয় প্রিয়াঙ্কার পথচলা।
দ্য হিরো মুক্তি পায় ২০০৩ সালে। একই বছর আসে আরেকটি সিনেমা ‘আন্দাজ’। পরের বছর ‘প্ল্যান’, ‘কিসমত’, ‘মুঝে শাদি করোগি’সহ পাঁচটি সিনেমা মুক্তি পায় প্রিয়াঙ্কার। শুরু হয় অভিনেত্রীর সাফল্যের গল্প। সে সাফল্যের পালে ভর করে বলিউড ছাড়িয়ে প্রিয়াঙ্কা পৌঁছে গেছেন হলিউডেও।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে