কোনো প্রকার সংলাপ আওড়ানো ছাড়াই হিট বিগ বি অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’ ছবির টিজার। আজ মঙ্গলবার টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় টিজারটি। মুহূর্তেই ভাইরাল অমিতাভের প্রথম ঝলক।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বলিউড শাহেনশাহর নতুন ছবি ঘিরে ভক্তদের মাঝে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিজারে প্রথমেই দেখা যায়, বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে অনবদ্য মিউজিক্যাল উপস্থাপনা করছে সুবিধাবঞ্চিত একদল শিশু-কিশোর। সবশেষে অমিতাভ বচ্চনের আগমন। আর তাতেই আবারও তাক লাগালেন বিগ বি। ঠিক কী ঘটতে যাচ্ছে, এরপর তা জানতে দর্শকদের আগ্রহ যেন বেড়ে গেল এক ধাক্কায়।
‘ঝুন্ড’ ছবিতে অমিতাভ বচ্চনকে একজন ফুটবল কোচের চরিত্রে দেখা যাবে। যিনি সুবিধাবঞ্চিতদের নিয়ে ফুটবল দল গঠন করেন। স্লাম সকারের প্রতিষ্ঠাতা ভারতের নাগপুরের সমাজকর্মী বিজয় বারসের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যিনি সুবিধাবঞ্চিতদের একটি ফুটবল দল গঠন করতে এবং তাদের প্রশিক্ষণ দিতে অনুপ্রাণিত করেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করে, অমিতাভ লিখেছেন, ‘মেরি টিম তৈয়ার হ্যায়, অর আপ? আ রাহে হ্যায় হাম।’ অমিতাভ আরও লিখেছেন, ‘আপনার পাশের সিনেমা হলে ৪ মার্চ ২০২২-এ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। টিজার প্রকাশ পেল এখন।’
পিস্তুলিয়া, ফ্যান্ড্রি ও সাইরাতের মতো সমালোচক প্রশংসিত মারাঠি ছবি নির্মাণের জন্য পরিচিত নাগরাজ মাঞ্জুলে ‘ঝুন্ড’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন। ‘ঝুন্ড’ প্রযোজনা করেছেন যৌথভাবে ভূষণ কুমার, কৃষাণ কুমার, রাজ হিরেমাথ, সবিতা রাজ হিরেমাথ ও নাগরাজ মাঞ্জুলে।
কোনো প্রকার সংলাপ আওড়ানো ছাড়াই হিট বিগ বি অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’ ছবির টিজার। আজ মঙ্গলবার টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় টিজারটি। মুহূর্তেই ভাইরাল অমিতাভের প্রথম ঝলক।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বলিউড শাহেনশাহর নতুন ছবি ঘিরে ভক্তদের মাঝে এরই মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিজারে প্রথমেই দেখা যায়, বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে অনবদ্য মিউজিক্যাল উপস্থাপনা করছে সুবিধাবঞ্চিত একদল শিশু-কিশোর। সবশেষে অমিতাভ বচ্চনের আগমন। আর তাতেই আবারও তাক লাগালেন বিগ বি। ঠিক কী ঘটতে যাচ্ছে, এরপর তা জানতে দর্শকদের আগ্রহ যেন বেড়ে গেল এক ধাক্কায়।
‘ঝুন্ড’ ছবিতে অমিতাভ বচ্চনকে একজন ফুটবল কোচের চরিত্রে দেখা যাবে। যিনি সুবিধাবঞ্চিতদের নিয়ে ফুটবল দল গঠন করেন। স্লাম সকারের প্রতিষ্ঠাতা ভারতের নাগপুরের সমাজকর্মী বিজয় বারসের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। যিনি সুবিধাবঞ্চিতদের একটি ফুটবল দল গঠন করতে এবং তাদের প্রশিক্ষণ দিতে অনুপ্রাণিত করেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করে, অমিতাভ লিখেছেন, ‘মেরি টিম তৈয়ার হ্যায়, অর আপ? আ রাহে হ্যায় হাম।’ অমিতাভ আরও লিখেছেন, ‘আপনার পাশের সিনেমা হলে ৪ মার্চ ২০২২-এ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। টিজার প্রকাশ পেল এখন।’
পিস্তুলিয়া, ফ্যান্ড্রি ও সাইরাতের মতো সমালোচক প্রশংসিত মারাঠি ছবি নির্মাণের জন্য পরিচিত নাগরাজ মাঞ্জুলে ‘ঝুন্ড’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন। ‘ঝুন্ড’ প্রযোজনা করেছেন যৌথভাবে ভূষণ কুমার, কৃষাণ কুমার, রাজ হিরেমাথ, সবিতা রাজ হিরেমাথ ও নাগরাজ মাঞ্জুলে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে