হালের আলোচিত বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য টাউন। সবার একটাই প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’
কাপুর পরিবার এর মধ্যে সাদরে গ্রহণ করে নিয়েছে আলিয়াকে। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। বিশেষ করে নেটিজেনদের আলোচনা আর জল্পনার শেষ নেই। কেউ কেউ বলছেন, গোপনে বিয়েটা সেরেই নিয়েছেন এ জুটি।
২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। চলতি বছরের এপ্রিলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর ছড়িয়েছিল। ফের গুঞ্জন উঠেছে ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।
সম্প্রতি বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’-এর প্রচারে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।
‘বিয়ে করছেন কবে?’ —এ প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি যে আমি মিডিয়ায় বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আমার আর আলিয়ার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে। এটুকু বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।’
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের পিসি রিমা জৈন বলেন, ‘রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।’
এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’
হালের আলোচিত বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য টাউন। সবার একটাই প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’
কাপুর পরিবার এর মধ্যে সাদরে গ্রহণ করে নিয়েছে আলিয়াকে। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। বিশেষ করে নেটিজেনদের আলোচনা আর জল্পনার শেষ নেই। কেউ কেউ বলছেন, গোপনে বিয়েটা সেরেই নিয়েছেন এ জুটি।
২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। চলতি বছরের এপ্রিলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর ছড়িয়েছিল। ফের গুঞ্জন উঠেছে ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।
সম্প্রতি বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’-এর প্রচারে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।
‘বিয়ে করছেন কবে?’ —এ প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি যে আমি মিডিয়ায় বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আমার আর আলিয়ার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে। এটুকু বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।’
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের পিসি রিমা জৈন বলেন, ‘রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।’
এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২০ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২০ দিন আগে