ভাবমূর্তি নষ্টের অভিযোগে সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার আইনজীবী সুনীল কুমার নওয়াজুদ্দিনের পক্ষে মামলাটি করেছেন।
আইনজীবীর দাবি অনুযায়ী, ২০০৮ সাল থেকে কাজের ব্যস্ততা শুরু হয় নওয়াজের। ঠিক সেই সময় অভিনেতার ভাই শামসুদ্দিন ছিলেন কর্মহীন। তাই তাঁকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন নওয়াজ। শামসুদ্দিনই সেই সময় অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট, জিএসটি, কর-সংক্রান্ত সমস্ত কাজকর্মের দেখভাল করতেন। এমনকি নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও নিশ্চিন্তে ভাইয়ের হাতে তুলে দিয়ে অভিনয়ে ব্যস্ত ছিলেন নওয়াজ।
অভিযোগ, সেই সুযোগে নওয়াজুদ্দিনের সঙ্গে প্রতারণা করেন ভাই শামসুদ্দিন। অভিনেতার টাকা দিয়েই যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর তাঁর সাবেক স্ত্রী অঞ্জনা পাণ্ডেকেও অভিনেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করে তোলেন শামসুদ্দিন। দুজনের পরিকল্পনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নওয়াজুদ্দিনের নামে ভুয়ো তথ্য ছড়ানো হয়।
সাবেক স্ত্রী অঞ্জনা পান্ডে এবং ভাই শামসুদ্দিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মানহানি মামলা করেন নওয়াজের আইনজীবী। অভিনেতার আইনজীবীর দাবি, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে তাঁদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ভাবমূর্তি নষ্টের অভিযোগে সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার আইনজীবী সুনীল কুমার নওয়াজুদ্দিনের পক্ষে মামলাটি করেছেন।
আইনজীবীর দাবি অনুযায়ী, ২০০৮ সাল থেকে কাজের ব্যস্ততা শুরু হয় নওয়াজের। ঠিক সেই সময় অভিনেতার ভাই শামসুদ্দিন ছিলেন কর্মহীন। তাই তাঁকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন নওয়াজ। শামসুদ্দিনই সেই সময় অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট, জিএসটি, কর-সংক্রান্ত সমস্ত কাজকর্মের দেখভাল করতেন। এমনকি নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও নিশ্চিন্তে ভাইয়ের হাতে তুলে দিয়ে অভিনয়ে ব্যস্ত ছিলেন নওয়াজ।
অভিযোগ, সেই সুযোগে নওয়াজুদ্দিনের সঙ্গে প্রতারণা করেন ভাই শামসুদ্দিন। অভিনেতার টাকা দিয়েই যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর তাঁর সাবেক স্ত্রী অঞ্জনা পাণ্ডেকেও অভিনেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করে তোলেন শামসুদ্দিন। দুজনের পরিকল্পনাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নওয়াজুদ্দিনের নামে ভুয়ো তথ্য ছড়ানো হয়।
সাবেক স্ত্রী অঞ্জনা পান্ডে এবং ভাই শামসুদ্দিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে মানহানি মামলা করেন নওয়াজের আইনজীবী। অভিনেতার আইনজীবীর দাবি, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে তাঁদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে