ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।
কিন্তু পরিস্থিতি বদলে গেছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। গত বছরের শেষের দিকে আমাজন প্রাইমে স্থান পায় সন্দীপ আর পিংকির এ গল্প। এত দিনে এসে ভাগ্য খুলেছে ছবিটির। দর্শক দেখছেন। প্রশংসা করছেন। ভাসছেন উত্তেজনায়। এতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তিনি জানালেন, এ সিনেমার একটি দৃশ্যের জন্য টানা দুই দিন গোসল করেননি। দৃশ্যটি ছিল গর্ভপাতের। পাহাড়ের ওপর ছোট একটি কুঁড়েঘরে দৃশ্যটির শুটিং হয়েছিল।
কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।
পরিনীতি চোপড়া
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।
তবে এত কষ্টের ফলাফলও পাচ্ছেন অভিনেত্রী। এতে সন্দীপ ওয়ালিয়া ওরফে স্যান্ডির চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ এ পিংকি চরিত্রে আছেন অর্জুন কাপুর।
দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার:
ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।
কিন্তু পরিস্থিতি বদলে গেছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। গত বছরের শেষের দিকে আমাজন প্রাইমে স্থান পায় সন্দীপ আর পিংকির এ গল্প। এত দিনে এসে ভাগ্য খুলেছে ছবিটির। দর্শক দেখছেন। প্রশংসা করছেন। ভাসছেন উত্তেজনায়। এতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তিনি জানালেন, এ সিনেমার একটি দৃশ্যের জন্য টানা দুই দিন গোসল করেননি। দৃশ্যটি ছিল গর্ভপাতের। পাহাড়ের ওপর ছোট একটি কুঁড়েঘরে দৃশ্যটির শুটিং হয়েছিল।
কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।
পরিনীতি চোপড়া
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।
তবে এত কষ্টের ফলাফলও পাচ্ছেন অভিনেত্রী। এতে সন্দীপ ওয়ালিয়া ওরফে স্যান্ডির চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ এ পিংকি চরিত্রে আছেন অর্জুন কাপুর।
দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার:
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে