ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে এক লাফে ডেমি মুরের সঙ্গে ছবি। তারপর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের বাঁক দেখলে মনে হবে, তিনি যেন লটারি পেয়েছেন! টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’–এর জনপ্রিয় এই অভিনেত্রীর সামনে মুক্তি পাবে ফারহান আখতারের সঙ্গে জুটি হয়ে ‘তুফান’ ছবিটি। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র অনন্যা। পরিচালক স্ক্রিপ্ট নিয়ে যখন ফারহানের সঙ্গে বসলেন। ফারহান জিজ্ঞেস করলেন, অনন্যা চরিত্রটা কে করছে। পরিচালক জানালেন, খুঁজছি। সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টে ফারহান লিখে দিলেন ‘ম্রুণাল বেস্ট’। মজার ব্যাপার, এর আগে ফারহানের সঙ্গে কখনো কথা হয়নি ম্রুণালের। তাহলে ফারহানের কেন পছন্দ হলো? ম্রুণালের ‘সুপার থার্টি’ ছবিটি দেখেছিলেন ফারহান। সেই ছবিতে চরিত্রটা এমনই পছন্দ হয়, ম্রুণালকে এই ছবিতে পছন্দ করলেন ছবির অন্যতম প্রযোজক ফারহান।
‘সবকিছুতে আমার কনফিডেন্ট কেমন যেন একটু কম। তাই ওপরওয়ালা এই সিনেমা আমার কপালে লিখেছে। এই সিনেমায় আমি আবার খুব কনফিডেন্ট একটা মেয়ে। ফারহানকে সব সময় কীভাবে মোটিভেট করা যায়, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটাই আমার চরিত্র এই সিনেমায়। চরিত্রটা করার আগে আমি বুঝতে পারছিলাম না ব্যক্তিজীবনে বিপরীত এই চরিত্রটা কীভাবে করব। তবে আমার মা খুব সাহায্য করেছেন।’ বললেন ম্রুণাল। সেটা কীভাবে? ‘ক্যারিয়ারে অনেক সময় ভেঙে পড়েছিলাম যে আমি পারব না। কিন্তু তিনি ছিলেন বলে আমি আজ বলিউডের নায়িকা। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সিনেমা করতে পারছি। আমার পরিবারের অনেকেই বলেছে যে তুমি পারবে না এই কঠিন পথে হাঁটতে। কিন্তু আমি তো পারলাম।’
ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি যোগ হয়নি ম্রুণালের। ‘লাভ সোনিয়া’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক। তার আগে অভিনয় করেছেন দুটি মারাঠি ছবিতে। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘বাটলা হাউস’, এন্থলজি ফিল্ম ‘গোস্ট স্টোরিজ’। সামনে মুক্তির অপেক্ষায় শহীদ কাপুরের সঙ্গে ‘জার্সি’। বোঝাই যাচ্ছে ম্রুণালের ক্যারিয়ার গ্রাফ।
ম্রুনাল অচিরেই বলিউডের সুপার সেনসেশন হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনে ম্রুণাল খুবই জনপ্রিয় ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কি তাঁকে বাড়তি সুবিধা দিয়েছে? ‘হ্যাঁ, আর এর জন্য আমি একতা কাপুরের কাছে কৃতজ্ঞ। টেলিভিশন আমাকে কনফিডেন্ট বানিয়েছে। তাই মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করার সময় একটুও নার্ভাস হইনি।’
ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ থেকে এক লাফে ডেমি মুরের সঙ্গে ছবি। তারপর হৃতিক রোশনের সঙ্গে কাজ। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারের বাঁক দেখলে মনে হবে, তিনি যেন লটারি পেয়েছেন! টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’–এর জনপ্রিয় এই অভিনেত্রীর সামনে মুক্তি পাবে ফারহান আখতারের সঙ্গে জুটি হয়ে ‘তুফান’ ছবিটি। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র অনন্যা। পরিচালক স্ক্রিপ্ট নিয়ে যখন ফারহানের সঙ্গে বসলেন। ফারহান জিজ্ঞেস করলেন, অনন্যা চরিত্রটা কে করছে। পরিচালক জানালেন, খুঁজছি। সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টে ফারহান লিখে দিলেন ‘ম্রুণাল বেস্ট’। মজার ব্যাপার, এর আগে ফারহানের সঙ্গে কখনো কথা হয়নি ম্রুণালের। তাহলে ফারহানের কেন পছন্দ হলো? ম্রুণালের ‘সুপার থার্টি’ ছবিটি দেখেছিলেন ফারহান। সেই ছবিতে চরিত্রটা এমনই পছন্দ হয়, ম্রুণালকে এই ছবিতে পছন্দ করলেন ছবির অন্যতম প্রযোজক ফারহান।
‘সবকিছুতে আমার কনফিডেন্ট কেমন যেন একটু কম। তাই ওপরওয়ালা এই সিনেমা আমার কপালে লিখেছে। এই সিনেমায় আমি আবার খুব কনফিডেন্ট একটা মেয়ে। ফারহানকে সব সময় কীভাবে মোটিভেট করা যায়, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটাই আমার চরিত্র এই সিনেমায়। চরিত্রটা করার আগে আমি বুঝতে পারছিলাম না ব্যক্তিজীবনে বিপরীত এই চরিত্রটা কীভাবে করব। তবে আমার মা খুব সাহায্য করেছেন।’ বললেন ম্রুণাল। সেটা কীভাবে? ‘ক্যারিয়ারে অনেক সময় ভেঙে পড়েছিলাম যে আমি পারব না। কিন্তু তিনি ছিলেন বলে আমি আজ বলিউডের নায়িকা। রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সিনেমা করতে পারছি। আমার পরিবারের অনেকেই বলেছে যে তুমি পারবে না এই কঠিন পথে হাঁটতে। কিন্তু আমি তো পারলাম।’
ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি যোগ হয়নি ম্রুণালের। ‘লাভ সোনিয়া’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক। তার আগে অভিনয় করেছেন দুটি মারাঠি ছবিতে। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘বাটলা হাউস’, এন্থলজি ফিল্ম ‘গোস্ট স্টোরিজ’। সামনে মুক্তির অপেক্ষায় শহীদ কাপুরের সঙ্গে ‘জার্সি’। বোঝাই যাচ্ছে ম্রুণালের ক্যারিয়ার গ্রাফ।
ম্রুনাল অচিরেই বলিউডের সুপার সেনসেশন হিসেবে বিবেচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশনে ম্রুণাল খুবই জনপ্রিয় ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কি তাঁকে বাড়তি সুবিধা দিয়েছে? ‘হ্যাঁ, আর এর জন্য আমি একতা কাপুরের কাছে কৃতজ্ঞ। টেলিভিশন আমাকে কনফিডেন্ট বানিয়েছে। তাই মনোজ বাজপেয়ির সঙ্গে অভিনয় করার সময় একটুও নার্ভাস হইনি।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৪ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৪ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৪ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ দিন আগে