বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সালমান খান একের পর এক হুমকি পেয়েই যাচ্ছেন। গত সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের ভাদদোরা এলাকা থেকে একটি হুমকি বার্তা পাঠানো হয় ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারে, গুজরাটের ভাদোদরা গ্রামের একটি ফোন নম্বর থেকে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। অনুসন্ধান চালিয়ে সেই এলাকা থেকে ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডে নামের এক যুবককে আটক করে পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হুমকি বার্তা পাঠিয়েছিলেন তিনি। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই সঙ্গে ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়।
বলিউডে সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। সর্বশেষ রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা করেনি। এই সিনেমার ব্যর্থতায় অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন। তবে স্বরূপে ফিরতে মরিয়া তিনি। এ কারণেই হয়তো ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল তৈরির তোড়জোড় শুরু করেছেন সালমান।
বলিউড অভিনেতা সালমান খান একের পর এক হুমকি পেয়েই যাচ্ছেন। গত সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের ভাদদোরা এলাকা থেকে একটি হুমকি বার্তা পাঠানো হয় ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারে, গুজরাটের ভাদোদরা গ্রামের একটি ফোন নম্বর থেকে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। অনুসন্ধান চালিয়ে সেই এলাকা থেকে ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডে নামের এক যুবককে আটক করে পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হুমকি বার্তা পাঠিয়েছিলেন তিনি। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই সঙ্গে ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়।
বলিউডে সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। সর্বশেষ রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা করেনি। এই সিনেমার ব্যর্থতায় অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন। তবে স্বরূপে ফিরতে মরিয়া তিনি। এ কারণেই হয়তো ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল তৈরির তোড়জোড় শুরু করেছেন সালমান।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে