বিনোদন ডেস্ক
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে