ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!
যদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।
ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!
যদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে