কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে