চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই `জওয়ান'জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিসজুড়ে শুধুই শাহরুখশাসন! মাত্র সাত মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।
দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে, অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
আজ শনিবারই `পাঠান'কে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’-এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। `পাঠান'-এর আয়কে ছাপাতে `জওয়ান'-এর দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দুই দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার `পাঠান'-এর সিংহাসন কেড়ে নিতে পারে `জওয়ান'।
এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে `জওয়ান'। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের `জওয়ান', দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ।
চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই `জওয়ান'জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিসজুড়ে শুধুই শাহরুখশাসন! মাত্র সাত মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।
দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে, অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
আজ শনিবারই `পাঠান'কে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’-এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। `পাঠান'-এর আয়কে ছাপাতে `জওয়ান'-এর দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দুই দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার `পাঠান'-এর সিংহাসন কেড়ে নিতে পারে `জওয়ান'।
এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে `জওয়ান'। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের `জওয়ান', দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৪ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৪ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৪ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ দিন আগে