ফের আলোচনায় পরিচালক প্রকাশ ঝা’র বিতর্কিত ওয়েবসিরিজ ‘আশ্রম’। রোববার রাতে শুটিং চলাকালীন সেটে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ক্রু মেম্বারদের মারধরের পাশাপাশি পরিচালকের মুখে কালি ছেটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই মুহূর্তে শুটিং চলছে ‘আশ্রম-৩’এর শুটিং। সেখানেই হামলার মুখে পড়েন প্রকাশ ঝা’র টিম। এখনও এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। তবে ঘটনার পর পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়েছে। আপাতত শুটিং বন্ধ।
২০২০ সালের আগস্টে ‘আশ্রম’ সিরিজের প্রথম পর্ব প্রকাশ্যে এসেছিল। সিরিজে মূলত ‘বাবা নিরালা’ অর্থাৎ ববি দেওল অভিনীত চরিত্রকে নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সিরিজ যত এগিয়েছে, তত তাঁর ভালমানুষির মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করে বাবা নিরালা। এসব কাহিনিই তুলে ধরা হয় ‘আশ্রম চ্যাপ্টার ২’তে। স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের মতো করে ‘বাবা নিরালা’ চরিত্রটিকে তুলে ধরা হয়েছে বলে অনেকেই মনে করেন। আর এসব বিষয় অনেকের ভালো লাগেনি- যে কারণে এর আগেও পরিচালককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল।
এবার ‘আশ্রম’-এর সিজন ৩’র পালা। তারই শুটিং চলছিল ভোপালে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ববি দেওলকে চাই’, এই শ্লোগান দিতে দিতে সেটে ঢুকে পড়ে হামলাকারীরা। তারপর ক্রু-র একজনকে লাইটের স্ট্যান্ড দিয়ে ব্যাপক মারধর করা হয়। প্রকাশ ঝা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তাঁর মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়। তাণ্ডব চালানোর সময় দুষ্কৃতকারীরা স্লোগান দিতে থাকে – ‘প্রকাশ ঝা মুর্দাবাদ/ববি দেওল মুর্দাবাদ/ জয় শ্রীরাম’। সে সময় সিরিজটির নাম বদলের জন্য পরিচালক ঝা’কে হামলাকারীরা হুমকি দিচ্ছিল।
এমন ঘটনার পর বিবৃতিও দিয়েছে বজরং দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুশীল সুরহেলের কথায়, ‘‘উনি আশ্রম ১, আশ্রম ২’র পর আশ্রম ৩ বানাচ্ছেন। সেখানে দেখানো হয়েছে, একজন ধর্মগুরু নারীদের হেনস্তা করছেন। চার্চ কিংবা মসজিদ নিয়ে এরকম একটা সিরিজ বানানোর সাহস আছে ওনার? নিজেকে কী মনে করেন?” তিনি বলেন,‘আমরা প্রকাশ ঝা’কে চ্যালেঞ্জ জানিয়েছি। আমরা ববি দেওলকে খুঁজছি। ওর উচিত বড় ভাই সানির থেকে কিছু শেখার।’ সানি দেওল পাঞ্জাবের গুরদাসপুরে বিজেপি সাংসদ।
এই প্রথম নয়। গত বছর সিরিজটি প্রকাশ হওয়ার পর আদালতে প্রকাশ ঝা ও ববি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে তাঁদের আইনি নোটিসও পাঠানো হয়। সবমিলিয়ে সিরিজটি ঘিরে প্রশংসার পাশাপাশি যথেষ্ট সমালোচনাও রয়েছে। তারই এক চিত্র দেখা গেল গতকাল রোববার রাতে।
ফের আলোচনায় পরিচালক প্রকাশ ঝা’র বিতর্কিত ওয়েবসিরিজ ‘আশ্রম’। রোববার রাতে শুটিং চলাকালীন সেটে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। ক্রু মেম্বারদের মারধরের পাশাপাশি পরিচালকের মুখে কালি ছেটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই মুহূর্তে শুটিং চলছে ‘আশ্রম-৩’এর শুটিং। সেখানেই হামলার মুখে পড়েন প্রকাশ ঝা’র টিম। এখনও এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। তবে ঘটনার পর পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়েছে। আপাতত শুটিং বন্ধ।
২০২০ সালের আগস্টে ‘আশ্রম’ সিরিজের প্রথম পর্ব প্রকাশ্যে এসেছিল। সিরিজে মূলত ‘বাবা নিরালা’ অর্থাৎ ববি দেওল অভিনীত চরিত্রকে নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সিরিজ যত এগিয়েছে, তত তাঁর ভালমানুষির মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করে বাবা নিরালা। এসব কাহিনিই তুলে ধরা হয় ‘আশ্রম চ্যাপ্টার ২’তে। স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের মতো করে ‘বাবা নিরালা’ চরিত্রটিকে তুলে ধরা হয়েছে বলে অনেকেই মনে করেন। আর এসব বিষয় অনেকের ভালো লাগেনি- যে কারণে এর আগেও পরিচালককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল।
এবার ‘আশ্রম’-এর সিজন ৩’র পালা। তারই শুটিং চলছিল ভোপালে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ববি দেওলকে চাই’, এই শ্লোগান দিতে দিতে সেটে ঢুকে পড়ে হামলাকারীরা। তারপর ক্রু-র একজনকে লাইটের স্ট্যান্ড দিয়ে ব্যাপক মারধর করা হয়। প্রকাশ ঝা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তাঁর মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়। তাণ্ডব চালানোর সময় দুষ্কৃতকারীরা স্লোগান দিতে থাকে – ‘প্রকাশ ঝা মুর্দাবাদ/ববি দেওল মুর্দাবাদ/ জয় শ্রীরাম’। সে সময় সিরিজটির নাম বদলের জন্য পরিচালক ঝা’কে হামলাকারীরা হুমকি দিচ্ছিল।
এমন ঘটনার পর বিবৃতিও দিয়েছে বজরং দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুশীল সুরহেলের কথায়, ‘‘উনি আশ্রম ১, আশ্রম ২’র পর আশ্রম ৩ বানাচ্ছেন। সেখানে দেখানো হয়েছে, একজন ধর্মগুরু নারীদের হেনস্তা করছেন। চার্চ কিংবা মসজিদ নিয়ে এরকম একটা সিরিজ বানানোর সাহস আছে ওনার? নিজেকে কী মনে করেন?” তিনি বলেন,‘আমরা প্রকাশ ঝা’কে চ্যালেঞ্জ জানিয়েছি। আমরা ববি দেওলকে খুঁজছি। ওর উচিত বড় ভাই সানির থেকে কিছু শেখার।’ সানি দেওল পাঞ্জাবের গুরদাসপুরে বিজেপি সাংসদ।
এই প্রথম নয়। গত বছর সিরিজটি প্রকাশ হওয়ার পর আদালতে প্রকাশ ঝা ও ববি দেওলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে তাঁদের আইনি নোটিসও পাঠানো হয়। সবমিলিয়ে সিরিজটি ঘিরে প্রশংসার পাশাপাশি যথেষ্ট সমালোচনাও রয়েছে। তারই এক চিত্র দেখা গেল গতকাল রোববার রাতে।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে