বিনোদন ডেস্ক
গত ২৩ মে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান ভারতীয় অভিনেতা মুকুল দেব। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক জল্পনাও শুরু হয়েছিল। অবশেষে মুকুলের মৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর ভাই অভিনেতা রাহুল দেব। রাহুল জানান, প্রবল একাকিত্বে ভুগতেন মুকুল। অনিয়মিত খাদ্যাভ্যাসও তাঁর মৃত্যুর অন্যতম কারণ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘মৃত্যুর আগে আট দিন আইসিইউতে ছিলেন মুকুল। তাঁর চিকিৎসা চলছিল। এটা তাঁর অনিয়মিত খাদ্যাভ্যাসের ফল। কখনোই নিয়ম মেনে খাওয়াদাওয়া করতেন না। গত চার-পাঁচ দিনে, তিনি একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি একাকিত্ব বোধ করতেন। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন...। বেশ কয়েকটি কাজের প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন।’
মুকুলের মৃত্যুর পর অনেকেই দাবি করেছিলেন ডিপ্রেশনের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘যাঁরা এখন কথা বলছেন তাঁরা মুকুলের সঙ্গে একটা সময় যোগাযোগও করেননি। তাঁরা বলতেন যে, তিনি অযোগ্য ছিলেন। হ্যাঁ, ওর ওজন বেড়ে গিয়েছিল। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।’
যাঁরা নানা মন্তব্য করেছেন তাঁরা হাসপাতালেও এসেছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছেন রাহুল। একা থাকতে থাকতেই মুকুল মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন বলে দাবি তাঁর।
গত ২৩ মে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান ভারতীয় অভিনেতা মুকুল দেব। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক জল্পনাও শুরু হয়েছিল। অবশেষে মুকুলের মৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর ভাই অভিনেতা রাহুল দেব। রাহুল জানান, প্রবল একাকিত্বে ভুগতেন মুকুল। অনিয়মিত খাদ্যাভ্যাসও তাঁর মৃত্যুর অন্যতম কারণ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘মৃত্যুর আগে আট দিন আইসিইউতে ছিলেন মুকুল। তাঁর চিকিৎসা চলছিল। এটা তাঁর অনিয়মিত খাদ্যাভ্যাসের ফল। কখনোই নিয়ম মেনে খাওয়াদাওয়া করতেন না। গত চার-পাঁচ দিনে, তিনি একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি একাকিত্ব বোধ করতেন। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন...। বেশ কয়েকটি কাজের প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন।’
মুকুলের মৃত্যুর পর অনেকেই দাবি করেছিলেন ডিপ্রেশনের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘যাঁরা এখন কথা বলছেন তাঁরা মুকুলের সঙ্গে একটা সময় যোগাযোগও করেননি। তাঁরা বলতেন যে, তিনি অযোগ্য ছিলেন। হ্যাঁ, ওর ওজন বেড়ে গিয়েছিল। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।’
যাঁরা নানা মন্তব্য করেছেন তাঁরা হাসপাতালেও এসেছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছেন রাহুল। একা থাকতে থাকতেই মুকুল মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন বলে দাবি তাঁর।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে