‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।
টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।
টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।
‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।
টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।
টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৯ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৯ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৯ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৯ দিন আগে