সুদিন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে বলিউড। তৈরি হচ্ছে বড় বাজেটের একাধিক তারকাবহুল সিনেমা। তবে চলতি বছর বেশ কয়েকটি বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বা বাদ পড়েছেন বলিউডের নামি তারকারা। কারও বিরুদ্ধে উঠেছে অপেশাদার আচরণের অভিযোগ, ক্ষতিপূরণ দাবি করে কারও বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।
বিনোদন ডেস্ক
পরেশ রাওয়াল
ব্যক্তিগত কারণ দেখিয়ে মাঝপথে ‘হেরা ফেরি থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। আর তাতেই খেপেছেন অক্ষয় কুমার। পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক অক্ষয়। গুঞ্জন ছড়িয়েছে, হেরা ফেরি থ্রিতে পরেশের চরিত্রের গুরুত্ব কমিয়ে দিয়েছিলেন অক্ষয়। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত অভিনেতার। তবে এমন কথা উড়িয়ে দিয়ে নির্মাতা প্রিয়দর্শন জানিয়েছেন, পরেশের এমন সিদ্ধান্তের কথা শোনার পর মন ভেঙে গিয়েছিল অক্ষয়ের। এখনো বাবু ভাই চরিত্রে পরেশের জায়গায় কাউকে চূড়ান্ত করা হয়নি।
দীপিকা পাড়ুকোন
সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয়ের কথা ছিল দীপিকার। গুঞ্জন উঠেছে, এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। অভিনেত্রী এমন কিছু দাবি করেছিলেন যা অপেশাদার মনোভাব বলে মনে হয়েছে নির্মাতাদের। এতে ২০ কোটি পারিশ্রমিক নেওয়ার কথা ছিল দীপিকার। পাশাপাশি সিনেমার লভ্যাংশও চেয়েছিলেন। এ ছাড়া চেয়েছিলেন নির্দিষ্ট ৮ ঘণ্টার শিফটে কাজ করার নিশ্চয়তা। হিন্দির পাশাপাশি স্পিরিট নির্মিত হবে তেলুগু ভাষায়। তেলুগু রপ্ত না থাকায় সেই সংলাপগুলো বলতে অস্বীকার করেন দীপিকা। এগুলো ভালোভাবে নেননি নির্মাতারা। তাই তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।
কার্তিক আরিয়ান
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান ও অক্ষয় কুমার। দুই দশক পর আসছে সিনেমার সিকুয়েল। কয়েক মাস আগে খবর ছড়িয়েছিল, এবার দেখা যাবে নতুন দুই বন্ধুকে। সালমান ও অক্ষয়ের জায়গা নেবেন কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান। তবে শোনা যাচ্ছে, এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কার্তিক আরিয়ান। ব্যস্ত শিডিউলের কারণে সিনেমাটি না করার সিদ্ধান্ত তাঁর।
শ্রদ্ধা কাপুর
প্রযোজক একতা কাপুরের পরবর্তী সিনেমায় অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, ‘স্ত্রী টু’র সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা। শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা।
দিলজিৎ দোসাঞ্জ
মুঝসে দোস্তি কারোগির মতো বলিউডের সুপারহিট সিনেমা ‘দোস্তানা’ ফিরছে নতুন বন্ধুদের নিয়ে। ‘দোস্তানা টু’তে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরের সঙ্গে অভিনয়ের কথা দিলজিৎ দোসাঞ্জের। এতে বরুণ ও অর্জুনের সঙ্গে অভিনয় করা নিয়ে উত্তেজিত ছিলেন দিলজিৎ। তবে গল্প ও চরিত্র নিয়ে বনিবনা না হওয়ায় সরে দাঁড়িয়েছেন তিনি।
পরেশ রাওয়াল
ব্যক্তিগত কারণ দেখিয়ে মাঝপথে ‘হেরা ফেরি থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। আর তাতেই খেপেছেন অক্ষয় কুমার। পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক অক্ষয়। গুঞ্জন ছড়িয়েছে, হেরা ফেরি থ্রিতে পরেশের চরিত্রের গুরুত্ব কমিয়ে দিয়েছিলেন অক্ষয়। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত অভিনেতার। তবে এমন কথা উড়িয়ে দিয়ে নির্মাতা প্রিয়দর্শন জানিয়েছেন, পরেশের এমন সিদ্ধান্তের কথা শোনার পর মন ভেঙে গিয়েছিল অক্ষয়ের। এখনো বাবু ভাই চরিত্রে পরেশের জায়গায় কাউকে চূড়ান্ত করা হয়নি।
দীপিকা পাড়ুকোন
সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয়ের কথা ছিল দীপিকার। গুঞ্জন উঠেছে, এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। অভিনেত্রী এমন কিছু দাবি করেছিলেন যা অপেশাদার মনোভাব বলে মনে হয়েছে নির্মাতাদের। এতে ২০ কোটি পারিশ্রমিক নেওয়ার কথা ছিল দীপিকার। পাশাপাশি সিনেমার লভ্যাংশও চেয়েছিলেন। এ ছাড়া চেয়েছিলেন নির্দিষ্ট ৮ ঘণ্টার শিফটে কাজ করার নিশ্চয়তা। হিন্দির পাশাপাশি স্পিরিট নির্মিত হবে তেলুগু ভাষায়। তেলুগু রপ্ত না থাকায় সেই সংলাপগুলো বলতে অস্বীকার করেন দীপিকা। এগুলো ভালোভাবে নেননি নির্মাতারা। তাই তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।
কার্তিক আরিয়ান
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান ও অক্ষয় কুমার। দুই দশক পর আসছে সিনেমার সিকুয়েল। কয়েক মাস আগে খবর ছড়িয়েছিল, এবার দেখা যাবে নতুন দুই বন্ধুকে। সালমান ও অক্ষয়ের জায়গা নেবেন কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান। তবে শোনা যাচ্ছে, এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কার্তিক আরিয়ান। ব্যস্ত শিডিউলের কারণে সিনেমাটি না করার সিদ্ধান্ত তাঁর।
শ্রদ্ধা কাপুর
প্রযোজক একতা কাপুরের পরবর্তী সিনেমায় অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, ‘স্ত্রী টু’র সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা। শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা।
দিলজিৎ দোসাঞ্জ
মুঝসে দোস্তি কারোগির মতো বলিউডের সুপারহিট সিনেমা ‘দোস্তানা’ ফিরছে নতুন বন্ধুদের নিয়ে। ‘দোস্তানা টু’তে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরের সঙ্গে অভিনয়ের কথা দিলজিৎ দোসাঞ্জের। এতে বরুণ ও অর্জুনের সঙ্গে অভিনয় করা নিয়ে উত্তেজিত ছিলেন দিলজিৎ। তবে গল্প ও চরিত্র নিয়ে বনিবনা না হওয়ায় সরে দাঁড়িয়েছেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে