এই প্রথম একসঙ্গে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দুজনেই হালের জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন। কাজেই তাঁদের নিয়ে সবার আগ্রহ একটু বেশিই। শুক্রবার রাতে মুম্বাইতে প্রথম এ দুই তারকাকে একসঙ্গে পেয়ে হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। একের পর এক ক্লিক এবং চারপাশে এত লোক জড়ো হয়ে যাওয়ায় ভড়কে যান সামান্থা। তবে পর্দার মতো বাস্তবেও নায়িকাকে উদ্ধার করতে এগিয়ে আসেন নায়ক। সামান্থাকে ভিড় থেকে রক্ষা করতে দেখা যায় বরুণকে।
সামান্থাকে বরুণ বলেন, ‘একদম ভয় পেয়ো না।’ পাশাপাশি পাপারাজ্জিদের বলেন, ‘আপনারা ওকে ভয় দেখাবেন না।’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বরুণ-সামান্থার সেই সব ছবি ও ভিডিও। সামান্থার ত্রাতা হিসেবে বরুণের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
গত বছরই জানা গিয়েছিল, বিখ্যাত আমেরিকান থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ হিন্দিতে রিমেক করছেন ‘ফ্যামিলি ম্যান’ খ্য়াত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকে। আর সেই সিরিজেই জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে হিন্দি ‘সিটাডেল’-এর শুটিং শুরু হয়েছে। আপাতত মুম্বাইতেই রয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর ‘রাজি’ ওরফে সামান্থা।
‘সিটাডেল’ সিরিজটি নিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। এতে বিশ্ববিখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর এর হিন্দি সংস্করণে দেখা যাবে বরুণ ও সামান্থাকে। তবে এই ওয়েব সিরিজ দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী বছরের আগে সিরিজটি মুক্তির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই প্রথম একসঙ্গে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দুজনেই হালের জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন। কাজেই তাঁদের নিয়ে সবার আগ্রহ একটু বেশিই। শুক্রবার রাতে মুম্বাইতে প্রথম এ দুই তারকাকে একসঙ্গে পেয়ে হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। একের পর এক ক্লিক এবং চারপাশে এত লোক জড়ো হয়ে যাওয়ায় ভড়কে যান সামান্থা। তবে পর্দার মতো বাস্তবেও নায়িকাকে উদ্ধার করতে এগিয়ে আসেন নায়ক। সামান্থাকে ভিড় থেকে রক্ষা করতে দেখা যায় বরুণকে।
সামান্থাকে বরুণ বলেন, ‘একদম ভয় পেয়ো না।’ পাশাপাশি পাপারাজ্জিদের বলেন, ‘আপনারা ওকে ভয় দেখাবেন না।’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বরুণ-সামান্থার সেই সব ছবি ও ভিডিও। সামান্থার ত্রাতা হিসেবে বরুণের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
গত বছরই জানা গিয়েছিল, বিখ্যাত আমেরিকান থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ হিন্দিতে রিমেক করছেন ‘ফ্যামিলি ম্যান’ খ্য়াত নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকে। আর সেই সিরিজেই জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে হিন্দি ‘সিটাডেল’-এর শুটিং শুরু হয়েছে। আপাতত মুম্বাইতেই রয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর ‘রাজি’ ওরফে সামান্থা।
‘সিটাডেল’ সিরিজটি নিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। এতে বিশ্ববিখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর এর হিন্দি সংস্করণে দেখা যাবে বরুণ ও সামান্থাকে। তবে এই ওয়েব সিরিজ দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী বছরের আগে সিরিজটি মুক্তির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে