বিনোদন ডেস্ক
কোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি। প্রথম তিন দিনেই শুধু ভারতে আয় করেছে ৮০ কোটি রুপি, আর বিশ্বজুড়ে সাইয়ারার আয় পৌঁছেছে ১১৯ কোটিতে। বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা গত দুই দশকে এত সাফল্য পায়নি।
বলিউড কিংবা দক্ষিণি সিনেমায় ইদানীং অ্যাকশনের রমরমা। পর্দায় সহিংসতা আর রক্তপাতের জয়জয়কার। এমন সময়ে দর্শককে ভিন্ন স্বাদের গল্প উপহার দিল সাইয়ারা। আদ্যোপান্ত প্রেমের গল্প এটি। প্রেমে পড়ে কষ্ট পাওয়ার গল্প। প্রেম আর বিচ্ছেদের এক কাব্যিক চিত্রায়ণ সাইয়ারা। এই লাভস্টোরি দেখে দর্শকদের অশ্রু বাঁধ মানছে না।
সিনেমা দেখে কেউ আবেগতাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ছে, কেউ জড়িয়ে ধরছে ভালোবাসার মানুষকে, কেউ অসুস্থ শরীরে হাতে আইভি ড্রিপ নিয়েও যাচ্ছে প্রেক্ষাগৃহে। সেসব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু সিনেমা নয়, এর গানগুলোও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সাইয়ারা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা। চাঙ্কি পান্ডের ভাতিজা হিসেবে আগে থেকেই খানিকটা পরিচিতি আছে আহান পান্ডের। তবে অনিত পাড্ডা অনেকটাই অচেনা মুখ। আগে বেশ কিছু কাজ করলেও সেভাবে সাফল্য পাননি। তাঁদের নিয়েই বড় ঝুঁকি নিয়েছেন পরিচালক মোহিত সুরি। এতে উঠতি গায়ক কৃষ কাপুরের চরিত্রে অভিনয় করেছেন আহান, আর অনিত পাড্ডা অভিনীত বানি চরিত্রটি কবিতা লেখে। এ দুজন পরস্পরের প্রেমে পড়ে। তৈরি হয় নানা সংকট।
এর আগে ‘আশিকি টু’তেও দুই সংগীতশিল্পীর প্রেম ও বিরহের গল্প বলেছিলেন পরিচালক মোহিত সুরি। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ২০১৩ সালের সে সিনেমাও বলিউডে ইতিহাস সৃষ্টি করেছিল। এক যুগ পর নতুন জুটি নিয়ে, নতুন গল্প নিয়ে আবারও মুগ্ধ করলেন মোহিত। তবে এত সাফল্যের ভিড়ে খানিকটা সমালোচনাও আছে সিনেমাটি নিয়ে। অনেকেই বলছেন, ২০০৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর নকল সাইয়ারা।
কোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি। প্রথম তিন দিনেই শুধু ভারতে আয় করেছে ৮০ কোটি রুপি, আর বিশ্বজুড়ে সাইয়ারার আয় পৌঁছেছে ১১৯ কোটিতে। বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা গত দুই দশকে এত সাফল্য পায়নি।
বলিউড কিংবা দক্ষিণি সিনেমায় ইদানীং অ্যাকশনের রমরমা। পর্দায় সহিংসতা আর রক্তপাতের জয়জয়কার। এমন সময়ে দর্শককে ভিন্ন স্বাদের গল্প উপহার দিল সাইয়ারা। আদ্যোপান্ত প্রেমের গল্প এটি। প্রেমে পড়ে কষ্ট পাওয়ার গল্প। প্রেম আর বিচ্ছেদের এক কাব্যিক চিত্রায়ণ সাইয়ারা। এই লাভস্টোরি দেখে দর্শকদের অশ্রু বাঁধ মানছে না।
সিনেমা দেখে কেউ আবেগতাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ছে, কেউ জড়িয়ে ধরছে ভালোবাসার মানুষকে, কেউ অসুস্থ শরীরে হাতে আইভি ড্রিপ নিয়েও যাচ্ছে প্রেক্ষাগৃহে। সেসব ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু সিনেমা নয়, এর গানগুলোও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সাইয়ারা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা। চাঙ্কি পান্ডের ভাতিজা হিসেবে আগে থেকেই খানিকটা পরিচিতি আছে আহান পান্ডের। তবে অনিত পাড্ডা অনেকটাই অচেনা মুখ। আগে বেশ কিছু কাজ করলেও সেভাবে সাফল্য পাননি। তাঁদের নিয়েই বড় ঝুঁকি নিয়েছেন পরিচালক মোহিত সুরি। এতে উঠতি গায়ক কৃষ কাপুরের চরিত্রে অভিনয় করেছেন আহান, আর অনিত পাড্ডা অভিনীত বানি চরিত্রটি কবিতা লেখে। এ দুজন পরস্পরের প্রেমে পড়ে। তৈরি হয় নানা সংকট।
এর আগে ‘আশিকি টু’তেও দুই সংগীতশিল্পীর প্রেম ও বিরহের গল্প বলেছিলেন পরিচালক মোহিত সুরি। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ২০১৩ সালের সে সিনেমাও বলিউডে ইতিহাস সৃষ্টি করেছিল। এক যুগ পর নতুন জুটি নিয়ে, নতুন গল্প নিয়ে আবারও মুগ্ধ করলেন মোহিত। তবে এত সাফল্যের ভিড়ে খানিকটা সমালোচনাও আছে সিনেমাটি নিয়ে। অনেকেই বলছেন, ২০০৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর নকল সাইয়ারা।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৮ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৮ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
১৮ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
১৮ দিন আগে