ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে ১০ বছর বয়সী মাদিতা ও ১২ বছর বয়সী আন্নিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ ও ‘ভালকিরি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ইন্ডিয়ানা জোন্সের সর্বশেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’তে তিনি অভিনয় করেছেন।
দ্য রয়্যাল সেন্ট ভিনসেট ও দ্য গ্রেনাডাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘দ্য গুড জার্মান’ ও ‘স্পিড রেসার’ সিনেমার অভিনেতা অলিভার ইঞ্জিনের এক প্রাইভেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়াসংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। দুর্ঘটনার পর জেলে, ডুবুরি ও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন অলিভার, তাঁর মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট স্যাক্স।
এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিমানটি আকাশে ওঠার পরই পাইলট স্যাক্স ত্রুটির কথা রেডিও বার্তায় জানিয়েছিলেন। এর পরই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ক্রিশ্চিয়ান অলিভারের সহ-অভিনেতা বাই লিং গভীর শোক প্রকাশ করে অলিভারকে একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি বলে অভিহিত করেছেন।
ক্রিশ্চিয়ান অলিভার অভিনীত শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মরণোত্তর মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক নিক লিয়ন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে, তাদের চিত্রগ্রহণের শেষ দিনের একটি ছবি শেয়ার করে বছরের পর বছর ধরে সহযোগিতা এবং বন্ধুত্বের কথা স্মরণ করেছেন। অলিভার ৬০টির বেশি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।
ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে ১০ বছর বয়সী মাদিতা ও ১২ বছর বয়সী আন্নিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ ও ‘ভালকিরি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ইন্ডিয়ানা জোন্সের সর্বশেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’তে তিনি অভিনয় করেছেন।
দ্য রয়্যাল সেন্ট ভিনসেট ও দ্য গ্রেনাডাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘দ্য গুড জার্মান’ ও ‘স্পিড রেসার’ সিনেমার অভিনেতা অলিভার ইঞ্জিনের এক প্রাইভেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়াসংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। দুর্ঘটনার পর জেলে, ডুবুরি ও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন অলিভার, তাঁর মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট স্যাক্স।
এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিমানটি আকাশে ওঠার পরই পাইলট স্যাক্স ত্রুটির কথা রেডিও বার্তায় জানিয়েছিলেন। এর পরই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ক্রিশ্চিয়ান অলিভারের সহ-অভিনেতা বাই লিং গভীর শোক প্রকাশ করে অলিভারকে একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি বলে অভিহিত করেছেন।
ক্রিশ্চিয়ান অলিভার অভিনীত শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মরণোত্তর মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক নিক লিয়ন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে, তাদের চিত্রগ্রহণের শেষ দিনের একটি ছবি শেয়ার করে বছরের পর বছর ধরে সহযোগিতা এবং বন্ধুত্বের কথা স্মরণ করেছেন। অলিভার ৬০টির বেশি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২৫ দিন আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
২৫ দিন আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২৫ দিন আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৫ দিন আগে